স্পোর্টস ডেস্ক : বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিসদের ব্যাটে পাওয়া জয়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে তাদের। শ্রীলঙ্কার পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সবার আগে সুপার ফোরে উঠেছে ভারত। একই গ্রুপ থেকে জায়গা পেয়েছে পাকিস্তানও।
২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু করবে বাংলাদেশ। লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভারত। পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরে একমাত্র বাংলাদেশই টানা দুই দিনে দুইটা ম্যাচ খেলবে। বাকিদের সবাই প্রতি ম্যাচের আগে অন্তত একদিন বিরতি পাচ্ছে।
সুপার ফোর শুরুর আগে টিকিটের দাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা)। প্লাটিনামলিস্ট ডট নেট থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা। সুপার ফোরের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে ভারত ও পাকিস্তানের লড়াইকে। গ্রুপ পর্ব ম্যাচ জমাতে পারেনি পাকিস্তান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। ২১ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৬০২ টাকা)। এ ছাড়া প্যাকেজ হিসেবেও টিকিট কিনতে পারবেন ক্রিকেট সমর্থকরা।
প্যাকেজ ‘এ’ এবং প্যাকেজ ‘বি’ এমন দুইটি প্যাকেজে টিকিট বিক্রি করা হবে। যেখানে প্যাকেজ ‘এ’ কিনলে সেই টিকিট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-ভারতের খেলা দেখতে পারবেন। তিনটি ম্যাচ দেখতে চাইলে খরচ করতে হবে অন্তত ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৪০৩ টাকা)।
দ্বিতীয় প্যাকেজেও তিনটি ম্যাচ দেখার সুযোগ থাকছে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের পাশাপাশি ভারত-শ্রীলঙ্কা ম্যাচও দেখা যাবে। এ ছাড়া ওই একই প্যাকেজে এশিয়া কাপের ফাইনালও দেখা যাবে। প্যাকেজ ‘বি’ এর দামও শুরু হচ্ছে ৫২৫ দিরহাম দিয়ে। দুবাই ও আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পাশে থাকা অফিস থেকে টিকিট কিনতে পারবেন খেলা দেখতে আসা সমর্থকরা।
প্যাকেজ—‘এ’, ৫২৫ দিরহাম
বাংলাদেশ-শ্রীলঙ্কা
ভারত-পাকিস্তান
বাংলাদেশ-ভারত
প্যাকেজ—‘বি’, ৫২৫ দিরহাম
বাংলাদেশ-পাকিস্তান
ভারত-শ্রীলঙ্কা
ফাইনাল