শিরোনাম
◈ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে গড়ে উঠেছি’: মির্জা ফখরুল ◈ ট্রেনে ভয়ংকর ছিনতাইকারী: চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণহানি, যাত্রীরা আতঙ্কে ◈ বড় সুখবর সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল ◈ নির্বাচনে সীমিত পরিসরে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি ◈ এবার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের, বাংলাদেশের বিষয়ে যা জানা গেল! ◈ আকাশ বন্ধ করল আরবরা ইসরাইলের বেহুঁশদশা! (ভিডিও) ◈ এবার পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের  বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আইসিসির  ◈ ‌বিএন‌পি‌কে দুর্বল করার লক্ষ‌্য নি‌য়ে এক‌টি শ‌ক্তি‌কে দৃশ‌্যমান কর‌তে রাজপ‌থে সাত দল? ◈ সুপার ফোরে ভারত-পা‌কিস্তান ম‌্যা‌চে হ্যান্ডশেক কর‌বে না দুই দল, আইসিসির নি‌র্দেশ ◈ শেরপুরে পাহাড়ী ঢলের পানিতে ভেসে নিহত দুই ও কয়েক হাজার হেক্টর আমন, এবং সবজি ক্ষতিগ্রস্থ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে কি আবার সৌরভ গাঙ্গু‌লি আস‌ছেন?

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ফের ভেসে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। মাত্র ক’দিন আগে যিনি সিএবি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। ২২ সেপ্টেম্বর সিএবি প্রেসিডেন্ট হিসেবে তাঁর সরকারি ভাবে দায়িত্ব নেওয়ার কথা। যদিও সৌরভ এখন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে যথেষ্ট সতর্ক।  বৃহস্পতিবার সৌরভ বললেন, ‘আমি এখনও এই ব্যাপারে কিছু বলতে পারব না। আমার কাছে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও খবর নেই। --- এই সময়

সৌরভ মুখে যা–ই বলুন, ক্রিকেট মহলের খবর, তাঁর নাম ভালো ভাবেই আছে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ২৮ সেপ্টেম্বর সৌরভই সিএবির প্রতিনিধিত্ব করবেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে হরভজন সিংয়ের নাম। যিনি পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করবেন। হঠাৎ ভেসে উঠেছে প্রাক্তন টেস্ট ক্রিকেটার (২ টেস্ট) কর্নাটকের স্পিনার রঘুরাম ভাটের নাম। এখন পরপর দু’বার কর্নাটক থেকে প্রেসিডেন্ট হওয়া কঠিন। 

কারণ এর আগে রজার বিনি কর্নাটক থেকেই প্রেসিডেন্ট হয়েছিলেন। এমন নজির বোর্ডে আর নেই। আবার কোনও কোনও মহল থেকে তোলা হচ্ছে পশ্চিমের কিরণ মোরের নাম।

এরই মধ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর দিনে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভায় বোর্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। যিনি রজার বিনির স্থলাভিষিক্ত হবেন। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। 

এখন পর্যন্ত যা খবর, শনিবার (২০ সে‌প্টেম্বর) নয়াদিল্লিতে বোর্ড কর্তারা এক বৈঠকে বসে পরবর্তী প্রেসিডেন্টের নাম ঠিক করবেন। সেই বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়িতে। সে দিনই ঠিক হয়ে যাবে, কার হাতে যাচ্ছে বোর্ডের দায়িত্ব।

সম্প্রতি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একজন হেভিওয়েট ক্রিকেটারকেই দেখতে চাইছে। অতীতে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সফল ভাবে দায়িত্ব সামলেছেন সৌরভ। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। কাজেই তাঁর এই দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে।

সৌরভ যদি বোর্ড প্রেসিডেন্ট হয়ে যান, তা হলে সিএবিতে কিন্তু আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সে ক্ষেত্রে সিএবিতে আবারও প্রেসিডেন্ট পদে নতুন করে নির্বাচন করতে হবে। আপাতত ক্রিকেট মহলের চোখ নয়াদিল্লিতে, শনিবারের সভায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়