শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

স্পোর্টস ডেস্ক :  টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান মোহাম্মদ আরিফুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্সের নিশেতে ১১ ঘণ্টা ৩৮ মিনিট ৫৮ সেকেন্ড সময়ে আরাফাত শেষ করেন পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নিজ বয়স গ্রুপ ৩৫ থেকে ৩৯ বছর ক্যাটাগরিতে ১৮১ তম অবস্থানে ছিলেন তিনি। আর ২ হাজার ৩৪৩ জনের মধ্যে তার অবস্থান ছিল ৯৮২।

এদিকে, ১৩ ঘন্টা ৪৩ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করেন আরেক আয়রনম্যান আরিফুর রহমান। নিজ বয়স গ্রুপ ৪০ থেকে ৪৪ বছর ক্যাটাগরিতে সফলতার সাথে রেস শেষ করেন তিনি। এ পর্যন্ত ৭টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেন আরিফ। যার মধ্যে ছয়টি পূর্ণ দূরত্বের।

প্রসঙ্গত, পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া) প্রতিযোগিতা আয়রনম্যান। আর আয়রনম্যানের সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

আয়রনম্যান প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রত্যেক ট্রায়াথলেটকে ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। তথ‌্যসূত্র, যমুনা‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়