স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ দল। সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে লাল-সবুজরা সাফ উইমেনস অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায়। দলের হয়ে বাকি একটি গোল করেন থৈনু মারমা।
বুধবার (২৭ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে প্রথম ম্যাচেও নেপালকে ২-০ গোলে হারিয়েছিল মাহবুবুর রহমান লিটুর দল।
প্রথমার্ধের ৩৮ মিনিটে একক প্রচেষ্টায় প্রতিপক্ষ ডিফেন্স ভেদ করে কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে ইনজুরি টাইমে কর্নার থেকে ডিফেন্সের অসতর্কতায় একটি গোল শোধ করে নেপাল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। তবে ৭৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বল জালে জড়ান প্রীতি, স্কোরলাইন দাঁড়ায় ৩-১। ম্যাচের ৮৫ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। তবে প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় চাপের মুখে রয়েছে লাল-সবুজরা।