ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ আগুনের চিৎকার শুনে তারা এগিয়ে আসেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বাড়ির বাসিন্দা ও আশপাশের লোকজন। পরে বুড়িচং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া (মুশন) ও মামুনুর রশীদ এবং সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের ছয়টি ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হবে।”