শিরোনাম
◈ বেসরকারি খাতে যাচ্ছে 'নগদ', খোঁজা হচ্ছে বিনিয়োগকারী: গভর্নর ◈ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ মোদি ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’, ক্ষোভ ট্রাম্পের ◈ বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ◈ মিরপুর-১০ এর মেট্রোরেল স্টেশনে চীনা নাগরিকের মানিব্যাগ চুরি, অতঃপর... ◈ ফ্রান্সসহ আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি পেলো ইসি ◈ ‘প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ন্যায্য সমাধানের আশ্বাস’ ◈ চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে নির্দেশ তিন উপদেষ্টার ◈ ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল ◈ ১৭ বছ‌রের বাল‌ককে দ‌লে নি‌য়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিদ্ধান্ত পাকা, র‌বিচন্দ্রন অ‌শ্বিন আর আইপিএল খেল‌বেন না 

স্পোর্টস ডেস্ক :  রবিচন্দ্রন অশ্বিনকে আইপিএলের অন্যতম সেরা স্পিনার ধরা হয়।  ১৬ আসরে খেলেছেন পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। সেই অশ্বিন হঠাৎ বুধবার (২৭ আগস্ট) আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

নিজের অবসরের ঘোষণা দিয়ে অশ্বিন নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বিশেষ দিন এবং শুরুটাও বিশেষ। সবাই বলেন, সব সমাপ্তির পরই থাকে নতুন শুরু, আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হচ্ছে আজ। কিন্তু বিভিন্ন লিগে খেলাটির অনুসন্ধানকারী হিসেবে আমার যাত্রাও শুরু হচ্ছে আজ থেকে।

সেই পোস্টে অশ্বিন আরও লিখেছেন, ‘দারুণ কিছু স্মৃতি ও সম্পর্কের জন্য সব ফ্র্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ এবং বিশেষ করে আইপিএল ও বিসিসিআইকে, কারণ তারা আমাকে এখন পর্যন্ত যা দিয়েছে। সামনে যে সময়টা পড়ে আছে সেটা উপভোগ ও স্বদ‌্যব্হার করতে চাই।

চেন্নাই সুপার কিংসের হয়ে সবশেষ আইপিএল মৌসুম খেলেছেন অশ্বিন। যদিও মৌসুমটা ভালো কাটেনি তার। ৯ ম্যাচ খেলে নিয়েছিলেন মাত্র ৭ উইকেট। গত কয়েকমাস ধরেই চেন্নাইয়ের কাছে অশ্বিন জানতে চেয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিটির আগামীর পথে তাকে রাখা হবে কিনা। তবে চেন্নাই থেকে কোনো সাড়া না আসায় অবশেষে অবসরের ঘোষণা দিলেন তিনি।

আইপিএলে ২২১ ম্যাচে অশ্বিনের উইকেট ১৮৭টি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। চেন্নাই ছাড়াও অশ্বিন খেলেছেন রাজস্থান, পুনে, পাঞ্জাব কিংস এবং দিল্লির হয়ে।

আইপিএলের মতো গত ডিসেম্বরেও হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন অশ্বিন। বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝামাঝি সময়ে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সি এই স্পিনার। 

অশ্বিন ভারতের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট নিয়েছেন। ভারতের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়