শিরোনাম
◈ চিকিৎসা ও কল্যাণভাতা বাড়লো সরকারি কর্মচারীদের জন্য ◈ ওয়াই-ফাই রেডিয়েশন কি সত্যিই ভয়াবহ রোগের কারণ? গবেষণায় নতুন তথ্য ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ তিন দফা দাবিতে আবারও শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের (ভিডিও) ◈ চীনের উত্থান, ভারতের পতন: বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচে ভূরাজনৈতিক প্রভাব ◈ হাসনাতকে কটুবাক্য বলার কারণ জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ রুমিন ফারহানা একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি, বললেন গোলাম মাওলা রনি (ভিডিও) ◈ বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ: ভারতের জন্য বাড়ছে উদ্বেগ ◈ মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়ের প্রত্যাশা ◈ কুয়াকাটার বঙ্গোপসাগরের চর ধূলাসার, আবারও ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে আ‌র্থিক সহায়তা দি‌বে ভারতীয় ক্রিকেট বোর্ড 

স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ নয়া উদ্যোগ। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার সদস্যরা প্রয়াত হলে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। এক লাখ টাকা এককালীন দেবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এখনও বোর্ডের সিলমোহর না পেলেও এই সুবিধা যে প্রয়াত ক্রিকেটারের পরিবারেরা পাবে, তা নিশ্চিত করেছে ক্রিকেটারদের সংস্থা। -- আজকাল

জানা গেছে, প্রথম পর্যায়ে ৫০ জন প্রয়াত ক্রিকেটারের পরিবার এই সুবিধা পাবে। ক্রিকেটারদের সংস্থা জানিয়েছে, তাদের সদস্য ছাড়া অবশ্য এই সুবিধা পাওয়া যাবে না। ইতিমধ্যেই অনেক প্রয়াত ক্রিকেটারের পরিবারকে আর্থিক সাহায্য করেছে সংস্থা। তারা বোর্ডের এই নতুন এককালীন সুবিধা আর পাবে না।

ক্রিকেটারদের সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ‘‌ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটারদের পরিবারের পাশে আমরা রয়েছি। যে কোনও প্রয়োজনে তাদের সাহায্য করা হবে। আমাদের কর্তব্য আমরা পালন করব।

যদি ভবিষ্যতে বোর্ড প্রয়াত ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীয়ের জন্য পেনশনের পরিকল্পনা করে, তখন হয়তো এই সুবিধা আর দেওয়া হবে না।

২০১৯ সালে তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের সংস্থা। এই সংস্থাকে মান্যতা দিয়েছে বিসিসিআই। এই সংস্থায় এখন ১৭৫০ এর উপর ক্রিকেটার সদস্য হিসাবে রয়েছেন। 

তাঁদের মধ্যে ১৭০ জন ক্রিকেটার রয়েছেন যাঁদের বয়স ৬০ বছরের বেশি। কিন্তু বোর্ডের কাছ থেকে পেনশন বা অন্য কোনও সাহায্য তাঁরা পান না। তাঁদেরও ১ লক্ষ টাকা এককালীন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার সদস্যদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করা হয়েছে। সেই বিমার আওতায় আড়াই লক্ষ টাকা পর্যন্ত পাবেন ক্রিকেটাররা। প্রতি বছর তাঁদের ৪৩ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ক্রিকেটারদের পরিবারকেও স্বাস্থ্য পরীক্ষার আওতায় রাখা হয়েছে।

যদি কোনও ক্রিকেটারের শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়, সে ক্ষেত্রেও ১ লক্ষ টাকা সাহায্য করে ক্রিকেটারদের সংস্থা। এখনও পর্যন্ত ৭৭ জন সেই সুবিধা পেয়েছেন। ভবিষ্যতেও সেই সুবিধা দেওয়া হবে। 

সংস্থা জানিয়েছে, ক্রিকেটারদের কেরিয়ার শেষ হয়ে গেলেও যাতে তাঁদের জীবনধারনের কোনও সমস্যা না হয় সে দিকে নজর দিচ্ছেন তাঁরা। তাই এত সব সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এবং আগামীদিনেও হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়