স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের ৬৪টি জেলা নিয়ে বিশাল পরিসরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই টুর্নামেন্টের ব্যানার 'তারুণ্য উৎসব', যার মূল লক্ষ্য দেশের যুব সমাজের মাঝে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার বাছাই।
ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ১৮ কোটি টাকা। টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে সরকার থেকে ৫ কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ কোটি টাকা দেবে সরকার। বাকি ৮ কোটি টাকা বাফুফে নিজস্ব উদ্যোগে সংগ্রহ করবে। সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় আসরের বিস্তারিত তথ্য।
৩০ আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা বনাম জামালপুর ম্যাচ দিয়ে পর্দা উঠবে জাতীয় চ্যাম্পিয়নশিপের। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা আটটি পটে ভাগ হয়ে খেলবে, প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।
প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এরপর ১৬টি দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব, যেখানে থাকবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং জমকালো ফাইনাল।
ফাইনালটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।