শিরোনাম
◈ আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার ◈ বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার : বরকত উল্লাহ বুলু ◈ কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর ◈ ধামরাইয়ে ছয় মাসের নবজাতককে মাটি চাপা ◈ লাগামহীন বক্তব্য: বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ,কেন সাংগঠনিক ব্যবস্থা নয় ◈ ৪৯ রানে অলআউট মে‌য়েরা, ম‌্যাচ জিত‌লো ছে‌লেরা ◈ নিষিদ্ধ বাইক-সিএনজি অটোরিকশা চলাচল: উন্মুক্ত হলো ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কি.মি ◈ সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসি ইফতেখারকে ◈ জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুই গোলে পিছিয়ে পড়েও অ‌বিশ্বাস‌্য জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনার এ জয় যে‌নো অ‌বিশ্বাস‌্য। যে দল‌টি দুদু‌টি গো‌লে পি‌ছি‌য়ে প‌ড়ে, তারা এভা‌বে ঘু‌রে দা‌ড়ি‌য়ে ম‌্যচ জেতায় দর্শকরা অবাকই হবার কথা। এ‌দিন সাহসী ফুটবল খে‌লে বিজয়ী‌বে‌সে মাঠ ছা‌ড়ে বার্সা।

সিউদাদ ডে ভ্যালেন্সিয়ায় শনিবার লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম দুই গোলে এগিয়ে থাকার পরও, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

ম্যাচের ১৫তম মিনিটে বার্সেলোনার দুই ডিফেন্ডারকে কাটিয়ে লেভান্তেকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো। প্রথম হাফে বাড়ানো সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার।

তবে দ্বিতীয় হাফটা পুরোটাই ছিল বার্সেলোনার। ম্যাচে সমতায় ফিরতে বার্সেলোনার সময় লেগেছে মাত্র ৭ মিনিট। ম্যাচের ৪৯তম মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পুড়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১তম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, তা হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। তাতে বার্সার জয় নিশ্চিত হয়।

মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বার্সেলোনা। আর দুই ম্যাচই হেরে ১৮তম স্থানে লেভান্তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়