শিরোনাম
◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক ◈ রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির ◈ যৌ.নকর্মীর চরিত্রে অভিনয় আমাকে মননশীল করেছে: রুনা খান ◈ ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল তারিখ ◈ শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান ◈ ‘এটা কি আমার বাপের টাকায় করছে’, ফলকে নাম দেখে উপদেষ্টা ফাওজুল কবির ◈ আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন ইসহাক দার ◈ বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার : বরকত উল্লাহ বুলু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আম্পায়ারিং ওয়ার্কশপে অংশ নি‌তে জে‌সি-মুকুলরা এখন শ্রীলঙ্কায় 

নিজস্ব প্রতি‌বেদক : আম্পা‌রিং‌য়ে ধার বাড়া‌তে গে‌ছেন তারা, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন সাথিরা জাকির জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন জেসি। 

তার আগে নিজের জ্ঞান আরেকটু বাড়ানোর সুযোগ পেলেন তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে শ্রীলঙ্কা গেলেন তিনি সহ আরও ৬ আম্পায়ার।

রোববার দুপুরের ফ্লাইটে রাজধানী থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন আইসিসি প্যানেলে থাকা সাত আম্পায়ার। দুই দিনের এই ওয়ার্কশপে যোগ দেবেন ভারত ও শ্রীলঙ্কার আম্পায়াররাও। ওয়ার্কশপের মূল আয়োজক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার এটি হচ্ছে শ্রীলঙ্কায়। ভবিষ্যতে এমন আয়োজন হতে পারে বাংলাদেশেও।

গত বছর আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার সাথিরা জাকির, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু। আর পুরুষদের মধ্যে আন্তর্জাতিক প্যানেলে আছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও মাহবুব আলি খান সুমন।

এই আট জনের মধ্যে সাতজন যোগ দেবেন আইসিসির ওয়ার্কশপে। জার্সিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের খেলা পরিচালনায় ব্যস্ত থাকায় এই ওয়ার্কশপ করা হবে না দেশের অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেলের। 

ওয়ার্কশপ শেষ করে আগামী বুধবার দেশে ফিরবেন জেসি-মুকুলরা। ঢাকায় ফিরেই সিলেটে চলে যাবেন তারা। আসন্ন নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং করার কথা রয়েছে জেসি-মুকুলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়