ব্রাজিলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে শেষ ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। মধ্যে দু’বার তাকে দলে নেওয়া হলেও ইনজুরির কারণে শেষ সময়ে ছিটকে গিয়েছিলেন।
এবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পাওয়ার জোর সম্ভাবনা ছিল সান্তোস ফরোয়ার্ডের। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন ইনজুরিতে পড়েছেন তিনি।
সংবাদ মাধ্যমের মতে, ব্রাজিল কোচ আনচেলত্তির সোমবার দল ঘোষণা করার কথা। এর ২৪ ঘণ্টা বাকি থাকতেই ঊরুর ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
তার ইনজুরির বিষয়টি এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়ে দিয়েছে সান্তোস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ঊরু বেশ ফুলে গেছে। অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন তিনি। পরে পরীক্ষা করিয়ে তার ইনজুরি ধরা পড়েছে।
নতুন করে ইনজুরিতে পড়ায় নেইমারের ব্রাজিল দলে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লো। এর আগে ইনজুরি কাটিয়ে নেইমার টানা সাত ম্যাচ সান্তোসের জার্সিতে ৯০ মিনিট খেলেছিলেন। এতে করে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জল হয়। যদিও কোচ আনচেলত্তি তাকে দলে নেওয়ার বিষয়ে সন্দিহান ছিলেন বলে দাবি করেছিল কিছু সংবাদ মাধ্যম।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার এরই মধ্যে তার চিকিৎসা শুরু করেছেন। ৩১ আগস্ট তার সান্তোসের ক্যাম্পে ফেরার কথা। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করার কথা তার। ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলবে যথাক্রমে ৫ ও ১০ সেপ্টেম্বর।