শিরোনাম
◈ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ: রেসিডেন্স পাসে যা যা জানতে হবে, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা ◈ ৭১ এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়ে যা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক: পরিচয় মিলেছে বাংলাদেশি পুলিশ-কর্মকর্তার ◈ সৌদিতে এক সপ্তাহে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার ◈ প্রত্যাবাসন, ন্যায়বিচার ও টেকসই সমাধান নিয়ে রোহিঙ্গা সংলাপ শুরু ◈ এবান বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর দিল সরকার! ◈ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ থাকছে না সরকারের হাতে? ◈ যুক্তরাষ্ট্রের 'দাদাগিরির' সামনে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন? ◈ ওমানের গোল্ডেন ভিসা মিলবে ৩১ আগস্ট থেকে, আবেদনের যোগ্যতা ও ভিসার সুবিধা যা আছে ◈ কেউ বলতে পারছে না, কে দেশ চালাচ্ছে: জি এম কাদের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌ক্রিকেটার রিঙ্কু সিং‌হের বিয়ের অনুষ্ঠা‌নে নাচবেন ব‌লিউড সুপারস্টার শাহরুখ খান?

স্পোর্টস ডেস্ক : আইপিএলের একটা ম্যাচের পর রিঙ্কু সিংহের বিয়েতে নাচার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার কি সত্যিই রিঙ্কুর বিয়েতে নাচবেন? বলিউড বাদশার জন্য অপেক্ষায় রয়েছেন কেকেআর ব্যাটারও। জানিয়েছেন পরিকল্পনার কথাও।

২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের যশ দয়ালকে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন। সেই ম্যাচের পর উচ্ছ্বসিত শাহরুখ রিঙ্কুকে প্রতিশ্রুতি দেন, তাঁর বিয়েতে যাবেন। বিয়ের অনুষ্ঠানে নাচবেনও। যদিও রিঙ্কুর বাগ‌্‌দানের অনুষ্ঠানে আসতে পারেননি শাহরুখ। -- আনন্দবাজার

একটা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআর ব্যাটার বলেছেন, ‘‘বাগ্‌দানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়েছিল। ওঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার জন্য শাহরুখ স্যর আসতে পারেননি। ওঁর সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে বাগ্‌দান অনুষ্ঠানে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর এসেছিলেন।

আপনার বিয়েতে শাহরুখ নাচবেন বলেছিলেন। সেটা কি সত্যিই হবে? এই প্রশ্নের উত্তরে রিঙ্কু বলেছেন, ‘‘বিয়েতেও শাহরুখ স্যরকে আমন্ত্রণ জানিয়েছি। দেখা যাক উনি আসতে পারেন কিনা।

 রিঙ্কু বলতে চেয়েছেন কেকেআর কর্ণধারের উপস্থিতি নির্ভর করবে তাঁর সূচির উপর। কবে বিয়ে করছেন? রিঙ্কু বলেছেন, ‘‘আশা করছি, এ বছরেই বিয়েটা সেরে ফেলব। কয়েক দিন পরই ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে। আমার পরিবারের সকলের ইচ্ছা নভেম্বরে বিয়ের অনুষ্ঠান করার। তবে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। দেখা যাক কখন সকলের সুবিধা হয়।

গত জুন মাসে লখনউয়ে রিঙ্কুর বাগ্‌দান অনুষ্ঠান হয়। তাঁর হবু স্ত্রী প্রিয়া সরোজ সমাজবাদী পার্টির লোকসভার সাংসদ। সমাজমাধ্যমে ২০২২ সালে তাঁদের পরিচয়। তা থেকেই প্রেম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়