মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে আরও দুইজনেও বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কামশনার (সদরদফতর ও প্রশাসন) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত পুলিশ পরিদর্শকগণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো।
তারা হলেন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হলো ডিএমপির গোয়েন্দা বিভাগে, শাহআলী থানার ওসি মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে এবং ডিএমপি পরিবহন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে মিরপুর বিভাগে।
এ ছাড়াও অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।