শিরোনাম
◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি ◈ মামুনুল হক যা বললেন জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে ◈ আমাদের সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে: রিজওয়ানা হাসান ◈ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ ◈ ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি উপাচার্যের বক্তব্য বিকৃতের প্রতিবাদ ◈ পাকিস্তানে ‘র’-এর নেটওয়ার্ক ভেঙে দিল সিটিডি: ছয়জন গ্রেপ্তার, অর্থায়নের প্রমাণ মিলেছে ◈ প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১৩ জন চিকিৎসক, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও নানা অনিয়ম, ভোগান্তিতে রোগীরা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের হারিস রউফের না‌মে মেল‌বোর্ন ক্রিকেট গ্রাউ‌ন্ডে স্ট্যান্ড

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সাল থেকে খেলা রউফের অবদানকে স্বীকার করতে এবং পাকিস্তানি সমর্থকদের প্রতি সম্মান জানাতে বিগ ব্যাশের আগামী আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ‘হাউজ অব রউফ’ নামের একটি স্ট্যান্ড বরাদ্দ রাখতে যাচ্ছে দলটি।

মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট এ বিষয়ে বলেন, ‘আমরা চাই পাকিস্তানি সমর্থকরা (স্টেডিয়ামে) আসুক, আমাদের ম্যাচ উপভোগ করুক এবং তাদের ঐতিহ্য তুলে ধরুক।

পাকিস্তান জাতীয় দলে তখনো অভিষেক হয়নি রউফের। তার আগেই গতির ঝলক দেখিয়ে তিনি সুযোগ পেয়ে যান বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে। আন্তর্জাতিক ক্যারিয়ারে খ্যাতি লাভের আগে এমন একটি ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানোটা যেকোনো ক্রিকেটারের জন্যেই নিঃসন্দেহে বড় অর্জন।
 
নিজের প্রতি আস্থা রাখার সে প্রতিদানও দেন রউফ। ২০১৯ সালের ওই আসরে নিজের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২৭ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই তার সেরা বোলিং ফিগার। 

একই আসরে সিডনি থান্ডারের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নেন রউফ। যা ছিল বিগ ব্যাশের ইতিহাসে প্রথম পাকিস্তানি এবং প্রথম মেলবোর্ন স্টার্সের বোলার হিসেবে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড।

সব মিলিয়ে ২২ ম্যাচ খেলে ৭.৭৫ ইকোনমি ও ১৬.৩৩ গড়ে মেলবোর্ন স্টার্সের হয়ে ৩৬ উইকেট নিয়েছেন রউফ। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি দুবার ম্যাচ সেরাও হয়েছেন।

বিগ ব্যাশের আগামী আসরের পর্দা উঠবে ১৪ ডিসেম্বর। মেলবোর্ন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ ডিসেম্বর। গত জুনের ড্রাফট থেকে রউফকে রিটেইন করেছিল মেলবোর্ন স্টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়