স্পোর্টস ডেস্ক : ডিভোর্সের পর প্রথমবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মা।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন। ১৮ মাস আলাদা থাকার পর ২০২৫ সালের গত ২০ মার্চ দম্পতি আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা করেন। খবর অনুযায়ী, চাহাল ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকা অ্যালুমনি হিসেবে প্রদান করেছেন। --- আজকাল
ধনশ্রী Humans of Bombay-কে দেওয়া সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন ও ‘ফেক ম্যারেজ’ সংক্রান্ত গুজবের ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘এই কারণেই আমরা বলি ‘ব্যক্তিগত জীবন’। এটি ব্যক্তিগত থাকা উচিত।
মনে রাখুন, একটি মুদ্রার দুটি দিক থাকে। এক হাতে তালি বাজে না। আমি কিছু না বললে কেউ সেটার সুযোগ নিতে পারবে না। এটা সঠিক নয়। আমি মনে করি, এটা কারও সঙ্গেই হওয়া উচিত নয়।
ধনশ্রী আরও বলেছেন, তার নিজের দিক থেকে গল্প রয়েছে, যা ভবিষ্যতে শেয়ার করতে পারেন। তবে বর্তমানে তার পুরো মনোযোগ কেরিয়ারের ওপর। তিনি জানান ধনশ্রী বলেন, ‘জীবনে কিছু করতে হলে, একই ঘটনার কথা বারবার বলে লাভ নেই। আমার এই নিয়ে অনেক কিছু বলার আছে। আমার দিকের গল্পটা বলার আছে। সেটা নিয়ে কি আমি কিছু বলতে চাই? হয়ত ভবিষ্যতে’।
যে দম্পতি ডিসেম্বর ২০২০ সালে বিয়ে করেছিলেন, তারা ২০২২ সালের জুন মাসে আলাদা হয়ে যান। গত ৫ ফেব্রুয়ারি তারা পারিবারিক আদালতে যৌথভাবে মিউচুয়াল কনসেন্ট ডিভোর্সের জন্য আবেদন করেন।
মার্চে বম্বে হাইকোর্ট পারিবারিক আদালতকে ডিভোর্স পিটিশন দ্রুত নিষ্পন্ন করার নির্দেশ দেন। হাইকোর্ট এছাড়াও হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী প্রত্যেক দম্পতির জন্য নির্ধারিত ছয় মাসের কুলিং পিরিয়ড বাতিল করে দেন।
চাহাল এবং ধনশ্রী যৌথভাবে এই কুলিং পিরিয়ড বাতিলের আবেদন করেছিলেন। এই ডিভোর্সের মাধ্যমে ধনশ্রী নতুন অধ্যায় শুরু করেছেন। তার ইনস্টাগ্রাম স্টোরি-তে তিনি লিখেছেন, ‘It’s time to rise. A new chapter begins now.’ সেকশন ১৩ বি ২ নম্বর ধারা অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার ছয় মাস পরে সিদ্ধান্ত জানায় কোর্ট।
দম্পতিদের কুলিং অফ পিরিয়ড দেওয়া হয় যাতে তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে পারে। কিন্তু চাহাল এবং ধনশ্রী দু'বছর ধরে আলাদা থাকছে।
তাই বোম্বে হাইকোর্ট মনে করে, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের কুলিং অফ পিরিয়ড প্রযোজ্য নয়। ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশ দিতে রাজি হন চাহাল। প্রাথমিকভাবে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দেন চাহাল। বাকি টাকা পরে মিটিয়ে দেন।
২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল ফ্যামিলি কোর্টকে। একই তারিখে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। আইপিএল থেকেই আরও একজন মহিলার সঙ্গে দেখা যাচ্ছে তারকা স্পিনারকে। ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চার ছিলেন যুজবেন্দ্র চাহাল। তারমধ্যে আরজে মাহভাশের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার পর নতুন করে গুঞ্জন শুরু হয়।
সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অবশ্য এই নিয়ে মুখ খোলেনি দু'জনের কেউই। কিন্তু সেই গুঞ্জন উস্কে দেন খোদ চাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভাশের সঙ্গে ছবি পোস্ট করেন তারকা স্পিনার। ছবিতে সেলফি তুলতে দেখা যায় আরজেকে।
তারপর একাধিকবার দু'জনকে একসঙ্গে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তারকা স্পিনারকে নিয়ে প্রচুর পোস্ট করেন মাহভেশ। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেনি।