শিরোনাম
◈ এশিয়া কাপসহ বড় আস‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে ভারত, ত‌বে দ্বিপাক্ষীক‌ ক্রিকেট নয়  ◈ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ আমার স্ত্রীকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ধর্ষণ করেছিলেন: ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অমিত কুমার ◈ এবার বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইনসে বিক্রি! ◈ সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ◈ কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে? ◈ যে মন্তব্যের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বরখাস্ত মার্কিন মুখপাত্র শাহেদ গোরেশি ◈ নির্বাচনি জোট গঠনের চেষ্টায় জামায়াত: অধিকাংশ ইসলামি দলের না ◈ ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির ◈ বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতি‌বেদক : নি‌জে‌দের প্রথম ম‌্যা‌চে দুর্দান্ত পারফরম ক‌রে ৩-১ গো‌লে স্বাগ‌তিক ভুটা‌নের বিরু‌দ্ধে জিতে‌ছে বাংলা‌দেশ। এবার তা‌দের লক্ষ‌্য ভারত বধ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। 

শুক্রবার (২২ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।

ভুটা‌নের ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছে দল। দ্বিতীয় ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি না করার দিকেই এখন নজর কোচিং স্টাফদের। সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচে ভুলগুলো সংশোধনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে দল।

প্রথম ম্যাচে নেপালকে বিধ্বস্ত করেছে ভারত। তাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখে সতর্ক বাংলাদেশ শিবির। শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা ভারতই এটা মানছেন কোচিং স্টাফরা। তাই ম্যাচে আক্রমণভাগ থেকে শুরু করে রক্ষণে সর্বোচ্চটা দিতে চান বাংলাদেশের ফুটবলাররা।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে এবারও প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফ আসরে এতদিনে মোট ৭টি শিরোপা জিতেছে জয়ীতারা, তবে অনূর্ধ্ব-১৭ সাফ এখনো অধরাই রয়ে গেছে। এবার সেই স্বপ্ন পূরণে এক ঝাঁক নতুন মুখ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে এগোচ্ছে দল।

টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ ও ২৭ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলা‌দেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়