আরমান হোসেন টুটুল।। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স একটি সুনির্দিষ্ট পথ নির্দেশিকা দেবে। শুক্রবার (২২ আগস্ট) মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আশা ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য টম অ্যান্ড্রুজকে অনুরোধ করেন।
সাক্ষাৎকালে টম অ্যান্ড্রুজ হতাশা প্রকাশ করে বলেন, রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হচ্ছে। এ ছাড়া তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য রোহিঙ্গা সংকট মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট একটি মানবিক বিপর্যয়। যার ফলে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগ নিলেও, এখন পর্যন্ত কোনো টেকসই সমাধান পাওয়া যায়নি।