শিরোনাম
◈ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মিলল মেঘনা নদীতে: পুলিশ ◈ অস্ট্রেলিয়াকে লজ্জায় ডু‌বি‌য়ে সি‌রিজ জিত‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু ◈ উদ্বোধনের পরদিনই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি, অন্ধকারে রাতে দুর্ঘটনার আশঙ্কা! ◈ কাপাসিয়ায় জমে উঠেছে 'পাকা তাল' বিক্রি! ◈ কক্সবাজারে পুলিশ হেফাজতে যুবকের রহস্যজনক মৃত্যু, সমালোচনার ঝড় ◈ স্থায়ী ক্যাম্পাস দাবিতে মধ্যরাতে উত্তাল কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট শাটডাউন ঘোষণা ◈ বাহরাইন-বাংলা‌দেশ ফুটবল ম‌্যাচ রাত ৯টায় ◈ হঠাৎ কেন বদলে যাচ্ছে স্মার্টফোনের ডায়াল প্যাড : কারণ কী ও করণীয় ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: সংবাদমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তী সরকার

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান যাত্রী ও ট্রাভেল এজেন্সির জন্য সরকারের নতুন নির্দেশনা

আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার (বিমান) টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে বিশেষ বিজ্ঞপ্তি জারি করছে সরকার।

বিমান যাত্রী ও ট্রাভেল এজেন্সির মালিকদের উদ্দেশে বৃহস্পতিবার (২১ আগস্ট) এ বিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে যে নির্দেশনা দিয়েছিল, তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে। আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে বিমান যাত্রীদের উদ্দেশে বলা হয়, আকাশপথের যাত্রী সাধারণকেও কেনা টিকিটের বিক্রয়মূল্য ও ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।

কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়