স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম নারী হিসাবে সাথিরা জাকির জেসি আসন্ন নারী বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতা আছে সাথিরা জাকির জেসির ঝুলিতে। এবার বিশ্বকাপেও অভিষেক হতে যাচ্ছে তার। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন জেসি। এবার সিনিয়রদের বিশ্বকাপে সুযোগ পেলেন তিনি।
আগামী বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। যেখানে অংশ নেবে মোট আটটি দল। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপ। ২ অক্টোবর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।
এরপর ৭ অক্টোবর নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ২৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। ২৯ ও ৩০ অক্টোবর হবে সেমিফাইনাল। এরপর ২ নভেম্বর পর্দা নামবে নারী বিশ্বকাপের।