শিরোনাম
◈ সিলেটের সাদা পাথর লুটপাট, আলোচনায় মুফতি ফয়জুল করীম! (ভিডিও) ◈ এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড় ◈ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঁশখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা ◈ ‌কির‌গিজস্তা‌নের ক্লাব মুরাসের কাছে হেরে চ্যালেঞ্জ লিগ থেকে ঢাকা আবাহনীর বিদায়

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০১:০৬ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের ২ ম্যাচ টিভিতে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের দুটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। 

বাংলাদেশে বসে এই ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টসে। এছাড়া অন্য ম্যাচগুলো দেখা যাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইউটিউব চ্যানেলে। --- অলআউট স্পোর্টস

মঙ্গলবার এক বিবৃতিতে টুর্নামেন্টের আয়োজক নর্দান টেরিটরি ক্রিকেট জানায়, ডারউইনে ১১ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এবারের আসরের মোট ১৩টি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

আগামী ১৪ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান শাহিনসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) শুরু হওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এরপর ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিও টিভিতে দেখা যাবে। এই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়।

গ্রুপপর্বের ১০টি ম্যাচ ছাড়া ২৪ আগস্ট সেমি-ফাইনালের দুটি ও ফাইনাল ম্যাচও টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

নুরুল হাসান সোহানের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ দল এরই মধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়