শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পাল্টা শুল্ক চুক্তি: আগস্টেই সই হতে পারে, রুলস অব অরিজিন ও জাতীয় নিরাপত্তা শর্ত আলোচনায় ◈ সিলেটের সাদা পাথর লুটপাট, আলোচনায় মুফতি ফয়জুল করীম! (ভিডিও) ◈ এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড় ◈ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঁশখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:০৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়ম ও দুর্নীতির চিত্র উন্মোচিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, নিম্নমানের খাবার, অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা দুদকের সহকারী পরিচালক রাসেল রনির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, ৫০ শয্যার এ হাসপাতালটি উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। সরকার কোটি টাকার ওষুধ বরাদ্দ দিলেও রোগীদের অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। অ্যান্টিবায়োটিক, সেফট্রিয়াক্সোন, কলেরা স্যালাইনসহ বহু ওষুধ মজুত থাকলেও তা রোগীদের দেওয়া হয় না।

অভিযানে হাসপাতালের ওষুধ স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। বর্হিবিভাগে ৩ টাকার টিকিটের পরিবর্তে খুচরা না থাকার অজুহাতে ৫ টাকা নেওয়ার অভিযোগও প্রমাণিত হয়। রোগীদের খাবার পরিবেশনে মান ও পরিমাপে ঘাটতি পাওয়া গেছে—কখনো পাঙ্গাস মাছ, কখনো পোলট্রি মুরগি, তাও দুপুরের খাবার সকাল ১০টার মধ্যে পরিবেশন করা হয়।

দুদক টিম তিনজন মেডিকেল অফিসারকে নির্ধারিত সময়ে ডিজিটাল হাজিরা না দেওয়ায় এবং টিকিট কাউন্টারের কর্মী মনির হোসেনকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে লিখিতভাবে সতর্ক করে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের কাছ থেকেও অনিয়ম বন্ধের প্রতিশ্রুতি নেওয়া হয়।

এ বিষয়ে দুদক কর্মকর্তা রাসেল রনি বলেন, “অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়