নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো ব্যাংক খাত থেকে এভাবে অর্থ লুট হয়নি। তিনি বলেন, আর্থিক খাতের বিশৃঙ্খলা, দুর্নীতি ও সুশাসনের অভাবে দেশের অর্থনীতি একসময় খাদের কিনারায় বা ‘আইসিইউ’-তে চলে গিয়েছিল। তবে এখন সেখান থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের মতে অর্থনৈতিক অবস্থা এখন মোটামুটি সন্তোষজনক। একসময় আর্থিক খাতে বিশাল বিশৃঙ্খলা ও দুর্নীতি ছিল। এমনিতেই আমাদের আর্থিক সক্ষমতা কম, তার মধ্যে এই অব্যবস্থাপনা অর্থনীতিকে গভীর সংকটে ফেলেছিল। উদাহরণস্বরূপ, একটি ব্যাংকের খেলাপি ঋণের হার ৯৫ শতাংশ—যার বেশিরভাগই নিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ও তাঁর ঘনিষ্ঠজনরা। এটা আসলে জনগণেরই টাকা।”
তিনি আরও বলেন, “পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যাংক লুট হয়নি। তবে বর্তমানে আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরে নেমে এসেছে। প্রবৃদ্ধি (জিডিপি গ্রোথ) নেগেটিভ নয়—বর্তমানে আনুমানিক ৩.৯ শতাংশ, যা বছর শেষে ৫ থেকে ৫.৭ শতাংশ হতে পারে।”
প্রত্যাশিত গতিতে উন্নয়ন না হলেও ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “যদি আরও দ্রুত গতিতে এগোতে পারতাম, ভালো হতো। আমরা আশা করছি, সামনে অর্থনীতি আরও গতি পাবে।”
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, “কয়টি ব্যাংক একীভূত হবে, তা এখনই বলতে চাই না। তবে এটি নিয়ে কাজ চলছে। যদি এই প্রক্রিয়া নির্বাচিত সরকারের অধীনে চলে যায় এবং তারা না করে, তাহলে সেটি তাদের সিদ্ধান্ত হবে।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।