শিরোনাম
◈ জোটের অংশ হয়ে অন্য দলের প্রতীকে ভোট করা যাবে না, আগামী নির্বাচনে আরো যেসব পরিবর্তন আসছে ◈ জামায়াতের শীর্ষ নেতারা লড়তে চান যেসব আসন থেক ◈ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে ◈ ৫ বছরের ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়ায় পরিবারসহ থাকতে পারবেন! জানুন এপ্লাইয়ের প্রক্রিয়া ◈ রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা (ভিডিও) ◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বেহাল দশা বাংলা‌দেশ দ‌লের, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ১০ নম্ব‌রে

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দেশ ক্রিকেট দ‌লের আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে। নবম স্থান থেকে ১০ নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

রোববার ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর র‌্যাঙ্কিংয়ে এই পরিবর্তন হয়েছে। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে আছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে এক ধাপ নেমে পঞ্চম স্থানে পাকিস্তান। ৪ নম্বরে তাদের জায়গাটি এখন শ্রীলঙ্কার। -- অলআউট স্পোর্টস

গত মে মাসে আইসিসির বার্ষিক ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। গত মাসে শ্রীলঙ্কায় একটি ওয়ানডে জেতার পর ৯ নম্বরে উঠে এসেছিল তারা।

বর্তমানে মিরাজের দলের রেটিং পয়েন্ট ৭৭ ও ওয়েস্ট ইন্ডিজের ৭৮। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

২০২৭ সালে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। ১৪ দলের সেই আসরে স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছে। বাকি ১২টি জায়গার মধ্যে আটটি দল সুযোগ পাবে র‌্যাঙ্কিং থেকে এবং চারটিকে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

সরাসরি সেই বিশ্বকাপে জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে থাকায় সেরা নয়ের মধ্যে থাকতে পারলেই সরাসরি মূলপর্বের টিকিট পাবে মিরাজ-শান্তরা।

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বর্তমানে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে আছে বাংলাদেশ। টেস্টে তাদের অবস্থান ৯ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়