শিরোনাম
◈ জোটের অংশ হয়ে অন্য দলের প্রতীকে ভোট করা যাবে না, আগামী নির্বাচনে আরো যেসব পরিবর্তন আসছে ◈ জামায়াতের শীর্ষ নেতারা লড়তে চান যেসব আসন থেক ◈ যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে ◈ ৫ বছরের ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়ায় পরিবারসহ থাকতে পারবেন! জানুন এপ্লাইয়ের প্রক্রিয়া ◈ রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা (ভিডিও) ◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০২:৩৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে আড়িয়াল খাঁ নদী ও সরকারি খাল হতে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে আকোটের চর এলাকায় আড়িয়াল খাঁ নদী ও সরকারি খাল হতে বালু উত্তোলনের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) রাতে আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিত্য গোপাল চক্রবর্তী বাদী হয়ে সদরপুর থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।

আসামিরা হলেন: সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ইউসুফ বেপারী ডাঙ্গী এলাকার ফজলুল হক বেপারীর ছেলে কাজল বেপারী (৫০), কাদের শেখের ডাঙ্গী এলাকার গঙ্গাচরনের ছেলে গণেশ (৪৮), সারেং ডাঙ্গী এলাকার হুমায়ুন ফকিরের ছেলে আরিফ ফকির (৩৮), ছৈজদ্দিন বেপারী ডাঙ্গী এলাকার মৃত মালেক ফকিরের ছেলে হুমাই ফকির (৫২), ওসমান কাজীর ডাঙ্গী এলাকার শানু বেপারীর ছেলে কামরুল ইসলাম (৫৪)।

এজাহারে উল্লেখ আছে, সদরপুর উপজেলার ৩৪ নং আকোটের চর মৌজাধীন ওসমান কাজীর ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ খাল ও ফসলি জমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু ও মাটি উত্তোলন করে আসামিরা। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙন প্রবণ হওয়ায় বালু ও মাটি উত্তোলনের ফলে নদী ভাঙন বৃদ্ধিসহ এলাকার ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে।

বিষয়টি তার দৃষ্টিগোচর হলে তিনি অফিস সহায়ক মো. জাহাঙ্গীর মিয়াকে নিয়ে একাধিকবার সরেজমিনে গিয়ে বর্ণিত অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের মৌখিকভাবে একাধিকবার নিষেধাজ্ঞা দেন।

তবুও আসামিরা তাদের কথায় কর্ণপাত না করে বালু ও মাটি উত্তোলনের কার্যক্রম অব্যাহত রাখায় ১০ আগস্ট দুপুর তিনটায় সদরপুর থানায় এজাহার দায়ের করেন নিত্য গোপাল চক্রবর্তী। এর ফলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা রুজু হয়।

সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, ‘গতকাল রাতে আকোটের চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে থানায় ৫ জনের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়