শিরোনাম
◈ তিনদিনের সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল জাজিরার সাংবাদিক শরীফ ◈ রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ (ভিডিও) ◈ নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য: স্বরাষ্ট্র উপেদষ্টা ◈ লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক ◈ মাত্র ১০ সেকেন্ডে ১ হাজার ৯শ' রিয়েল হয়ে গেলো ২২০ টাকা, বোকা বানিয়ে লুট করাই যাদের কাজ (ভিডিও) ◈ ব্রিটেনে গরুর জন্য সংগীত বাজানোর ট্রেন্ড, বাড়ছে দুধ উৎপাদন ও খামারের আনন্দ ◈ আট উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়, এখন কী হবে? ◈ পার‌লো না পা‌কিস্তান, ৬ বছর পর ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ১০:২৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাপানে ব‌ক্সিং‌য়ে লড়াই‌য়ের সময় মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : জাপানের টোকিওর কোরাকুয়েন হলে একই বক্সিং ইভেন্টে লড়াই শেষে মস্তিষ্কে আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু হয়েছে।

২৮ বছর বয়সী শিগেতোশি কোতারি ২ আগস্ট ওরিয়েন্টাল ও প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) জুনিয়র লাইটওয়েট চ্যাম্পিয়ন ইয়ামাতো হাতার সঙ্গে ১২ রাউন্ডের লড়াই ড্র করেন।

ম্যাচ শেষে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা (সাবডিউরাল হেমাটোমা) ধরা পড়ে এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার তিনি মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব বক্সিং সংস্থা (ডব্লিউবিও) লিখেছে, ‘শান্তিতে ঘুমাও, শিগেতোশি কোতারি।

২ আগস্টের শিরোপা লড়াইয়ে পাওয়া আঘাতে মৃত্যু হলো জাপানি এই যোদ্ধার। রিংয়ে তিনি ছিলেন প্রকৃত যোদ্ধা, মনোবলে ছিলেন অদম্য।
পরিবার, সতীর্থ ও জাপানের বক্সিং অঙ্গনকে আমরা সমবেদনা জানাচ্ছি। ’
এর মাত্র এক দিন পর, শনিবার মারা যান একই বয়সী হিরোমাসা উরাকাওয়া। ইয়োজি সাইতোর বিপক্ষে নকআউট হেরে তিনি একই ধরনের মাথার আঘাতে আক্রান্ত হন। জীবন বাঁচাতে তারও মাথায় অস্ত্রোপচার হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

ডব্লিউবিও তাদের বিবৃতিতে লিখেছে, ‘এই মর্মান্তিক খবরটি এল কোতারির মৃত্যুর কয়েক দিনের মাথায়, যিনি একই ইভেন্টে লড়াই করে মারা গেছেন। আমরা এই কঠিন সময়ে দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ’

ঘটনার পর জাপান বক্সিং কমিশন ঘোষণা দিয়েছে, ওপিবিএফ-এর সব শিরোপা লড়াই ১২ রাউন্ডের বদলে এখন থেকে ১০ রাউন্ডে অনুষ্ঠিত হবে।

এ ধরনের দুঃখজনক ঘটনা আগেও ঘটেছে। এ বছরের Zশুরুর দিকে আইরিশ বক্সার জন কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপার লড়াই হেরে গুরুতর আহত হন এবং এক সপ্তাহ পর মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়