শিরোনাম
◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা ◈ নির্বাচন ঘোষণায় কিছু উপদেষ্টার ‘অসন্তোষ’, দাবি মেজর হাফিজের" ◈ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা: ফোর্ট স্টুয়ার্টে লকডাউন ◈ ৩০ সেকেন্ডের সিদ্ধান্ত বাঁচাতে পারে জীবন: গাড়ি পানিতে পড়লে করণীয়, জানালেন বুয়েটের অধ্যাপক  ◈ বুয়ার বাসায় পলাতক আওয়ামী নেতার কোটি টাকার ডলার, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য (ভিডিও) ◈ ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো যে কারণে ◈ বি‌য়ে‌র দাওয়াত না পেয়ে অনুষ্ঠা‌নে হামলা, বর-ক‌নেসহ আহত ১০ ◈ বক্তব্যের মাঝেই শুরু হলো হট্টগোল, রেগে গেলেন আইন উপদেষ্টা! (ভিডিও) ◈ টিকটক প্রেমের পরিণতি: স্ত্রীকে নিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা ◈ পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার, ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন জামায়াত নেতা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ১২:২৯ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আমার প্রথম অগ্রাধিকার জাতীয় দল, গ্লোবাল টি-‌টো‌য়ে‌ন্টি নয়: সোহান

স্পোর্টস ডেস্ক : নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করছেন। তবে জাতীয় দলে সুযোগ মিলছে না তার। বাংলাদেশের শ্রীলঙ্কার সফরের সময় রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন উইকেট কিপার এ ব্যাটার। তখনই প্রশ্ন উঠেছিল, জাতীয় দলের চাইতে জিএসএলে খেলাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন সোহান। -- ডেই‌লি ক্রিকেট

তবে এই বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন সোহান। তিনি বলেন, 'প্রথমত, আমি পরিষ্কার করে বলতে চাই, আমার প্রথম অগ্রাধিকার গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। গ্লোবাল টি-টোয়েন্টির জন্য আমি জাতীয় দলে ছিলাম না, এমন কিছুও না। চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়লাম তখন বাসাতেই ছিলাম।

সোহান আরও যোগ করেন, 'বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো—সেজন্যই এটা নিয়ে চিন্তা করেছি। এরকম কোনো কথা আমার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা রংপুর রাইডার্সের সাথে হয়নি যে গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দলে খেলবে না। দুটা আলাদা। জাতীয় দলে খেলা অবশ্যই অগ্রাধিকার। প্রত্যেকটা খেলোয়াড়েরই অগ্রাধিকার জাতীয় দল।

গত বছর দিয়ে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি (এনসিএল টি-টোয়েন্টি)। টুর্নামেন্টটি খুব ভালো হয়েছিল বলে মন্তব্য করেছেন সোহান। সেই সাথে এখন বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগাররা। যেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন সোহান।

তিনি বলেন, গত বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়েছিল, অনেক ভালো টুর্নামেন্ট ছিল। আগে আমাদের বিপিএল ছাড়া আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না। এখন অনেক বেশি টি-টোয়েন্টি খেলা হচ্ছে। ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেট ধরলে বাইরেও খেলার অপশন আসছে এখন। সেদিক থেকে অভিজ্ঞতা ও একটা লার্নিং প্রসেসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়