শিরোনাম
◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা ◈ নির্বাচন ঘোষণায় কিছু উপদেষ্টার ‘অসন্তোষ’, দাবি মেজর হাফিজের" ◈ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা: ফোর্ট স্টুয়ার্টে লকডাউন ◈ ৩০ সেকেন্ডের সিদ্ধান্ত বাঁচাতে পারে জীবন: গাড়ি পানিতে পড়লে করণীয়, জানালেন বুয়েটের অধ্যাপক  ◈ বুয়ার বাসায় পলাতক আওয়ামী নেতার কোটি টাকার ডলার, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য (ভিডিও) ◈ ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো যে কারণে ◈ বি‌য়ে‌র দাওয়াত না পেয়ে অনুষ্ঠা‌নে হামলা, বর-ক‌নেসহ আহত ১০ ◈ বক্তব্যের মাঝেই শুরু হলো হট্টগোল, রেগে গেলেন আইন উপদেষ্টা! (ভিডিও) ◈ টিকটক প্রেমের পরিণতি: স্ত্রীকে নিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা ◈ পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার, ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন জামায়াত নেতা

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থা‌নে

স্পোর্টস ডেস্ক : ক'‌দিন আ‌গে ইংল্যান্ডের মাটিতে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। যদিও প্রথম তিন টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক ইংলিশরা। 

এরপর ম্যানচেস্টারে ড্র এবং ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের পর ভারত ড্র দিয়ে সফর শেষ করল। যা বদলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের সমীকরণও।

বর্তমানে টেস্টের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে ভারত। ওভাল টেস্টের আগে তিনে ছিল বেন স্টোকসের ইংল্যান্ড। শেষ ম্যাচ হেরে তারা চারে নেমে গেছে। ৫ ম্যাচে ২ জয় ও একটিতে ড্র করা ভারতের জয়ের শতাংশ ৪৬.৬৭ (২৮ পয়েন্ট)। চারে থাকা ইংলিশরা ৪৩.৩৩ শতাংশ পয়েন্ট (২৬) পেয়েছে।

ভারত এবং ইংল্যান্ড উভয় দলের জন্যই এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের (২০২৫-২৭) প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর (স্লো) ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুটি পয়েন্ট কেটে নেয় আইসিসি। তাই সমান জয়-ড্র নিয়েও ভারতের নিচে চলে গেছে তারা।

এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে গত চক্রের রানার্সআপ অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে শিরোপা হারানো অজিরা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে শতভাগ জয় পেয়েছে। তাদের পয়েন্ট ৩৬ (শতাংশের ভিত্তিতে যা শতভাগ)। দুইয়ে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১টি করে জয় ও ড্র নিয়ে তাদের পয়েন্টের (১৬) শতাংশ ৬৬.৬৭।

একই সিরিজে বাংলাদেশ একটি টেস্ট ড্র করেছে। জয়ের সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ। একটি করে হার ও ড্র নিয়ে তাদের পয়েন্ট ৪ (১৬.৬৭ শতাংশ)। ফলে টেস্টের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ ছাড়া তিন ম্যাচেই পরাজিত ক্যারিবীয়রা ছয়ে রয়েছে। চলমান টেস্ট চ্যাম্পিয়ন চক্রে এখনও ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তথ‌্যসূত্র, ঢাকা‌পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়