শিরোনাম
◈ ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দ্বিগুণ: বাংলাদেশের জন্য উজ্জ্বল বাণিজ্যিক সম্ভাবনা ◈ নির্বাচন ঘোষণায় কিছু উপদেষ্টার ‘অসন্তোষ’, দাবি মেজর হাফিজের" ◈ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা: ফোর্ট স্টুয়ার্টে লকডাউন ◈ ৩০ সেকেন্ডের সিদ্ধান্ত বাঁচাতে পারে জীবন: গাড়ি পানিতে পড়লে করণীয়, জানালেন বুয়েটের অধ্যাপক  ◈ বুয়ার বাসায় পলাতক আওয়ামী নেতার কোটি টাকার ডলার, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য (ভিডিও) ◈ ১১ ডিআইজিসহ ৭৬ ওএসডি পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো যে কারণে ◈ বি‌য়ে‌র দাওয়াত না পেয়ে অনুষ্ঠা‌নে হামলা, বর-ক‌নেসহ আহত ১০ ◈ বক্তব্যের মাঝেই শুরু হলো হট্টগোল, রেগে গেলেন আইন উপদেষ্টা! (ভিডিও) ◈ টিকটক প্রেমের পরিণতি: স্ত্রীকে নিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা ◈ পুলিশকে হুমকি দিয়ে গ্রেপ্তার, ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন জামায়াত নেতা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ১২:৫৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌য়ে‌র দাওয়াত না পেয়ে অনুষ্ঠা‌নে হামলা, বর-ক‌নেসহ আহত ১০

কল‌্যাণ বড়ু্য়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর বৈলছড়ীতে বি‌য়ে‌র অনুষ্টা‌নে হামলার ঘটনায় বর ক‌নেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন ব‌লে জানা গে‌ছে।

উপ‌জেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় বুধবার (৬ আগস্ট) বিকা‌লে কেবি কনভেনশন সেন্টারের পা‌শে সড়‌কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়, বুধবার বিকালে চেচুরিয়ার কে‌বি কমিউনিটি সেন্টারে পূর্ব বৈলছড়ী নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনু‌ষ্টান ছিল।

পাত্র প‌ক্ষের অ‌ভি‌যোগ, দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয়। বি‌য়ের শেষ পর্যা‌য়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলাটি করা হয়।

হামলা করে বরের শে‌রওয়ানি এবং নববধূর স্বর্ণালংকার নিয়ে যায় ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন বরপক্ষ। এসময় হামলার ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ কর‌ছে ব‌লে জানা যায়।

অপর এক‌ সুত্রে জানা যায়, বোন খালেদা বেগমের টাকা ও স্বর্ণালংক‌ার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বি‌দেশ পাঠায়। সে টাকার ‌হি‌সেব না ক‌রে এমন‌কি বি‌য়ে‌তে দাওয়াত না দেওয়া‌কে কে‌ন্দ্র ক‌রে ভাই বো‌নের ম‌ধ্যে ঝগড়া হ‌লে সেখা‌নে উপ‌স্থিত সক‌লে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাই-বো‌নের টাকা পয়সা দেনা-পাওনা নি‌য়ে একটা ঘটনা হ‌য়ে‌ছে শু‌নে‌ছি। ত‌বে সেটা ক্লা‌বে না রাস্তায়। এ ঘটনায় কেউ কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়