ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ‘খুবই হতাশ’ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার বিকেলে রাজশাহীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।
রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে মেজর হাফিজ বলেন, “প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর আমরা আশা করেছিলাম নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হবে। প্রফেসর ইউনুস আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে ওয়াদা করেছিলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন—তিনি তা রেখেছেন।”
তিনি বলেন, “এই নির্বাচন প্রক্রিয়াকে অর্থবহ করতে হবে। বিএনপি গণআন্দোলনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আমাদের ৫০০ কর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন। অথচ কিছু উপদেষ্টা বলছেন, তারা যেন ৫ বছরের জন্য এসেছেন! কেউ কেউ বলছেন, নির্বাচনের দরকার নেই—ইউনুস সাহেবের সরকারই চলুক। এমন মনোভাব গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে।”
তিনি আরও অভিযোগ করেন, “একটি মহল রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দূরে রাখতে চায়। তাদের অনেকেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল। আজ তারা জনসমর্থনহীন হয়ে হতাশ। তাই নির্বাচন নয়, স্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর তারা।”
বাংলাদেশের ইতিহাস স্মরণ করে মেজর হাফিজ বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আজ বিপন্ন। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রিব ছিল না। কিন্তু এই দেশের উন্নয়নের জন্য জনগণের সরকার প্রয়োজন।”
পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীন শওকত, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা প্রমুখ।