শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফারে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাবে যোগ দি‌লেন দ‌ক্ষিণ কো‌রিয়ার সন

স্পোর্টস ডেস্ক : দ‌ক্ষিণ কো‌রিয়ার তারকা ফুটবলার সন ইউং-‌মিন গত ১০ বছরের টটেনহ্যাম অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের অধিনায়ক সন মঙ্গলবার নিজ দেশ সফররত টটেনহ্যাম স্কোয়াড থেকে আলাদা হয়ে উড়ে যান লস অ্যাঞ্জেলেসে। সেদিন রাতে তিনি উপস্থিত ছিলেন এলএএফসি বনাম টাইগ্রেস ম্যাচে, গ্যালারিতে বসেই দেখেছেন নতুন দলের খেলা।

মাঠের স্ক্রিনে তাকে দেখানো হলে উল্লাসে ফেটে পড়ে দর্শক। এলএএফসি বুধবার সনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে।

জানা গেছে, ট্রান্সফার ফি হিসেবে ক্লাবটি ২০ মিলিয়ন ডলারের বেশি দিয়েছে, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ। টটেনহ্যামের হয়ে সন খেলেছেন ৪৫৪টি ম্যাচ, গোল করেছেন ১৭৩টি। চলতি বছরের মে মাসে ক্লাবকে ইউরোপা লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে রয়েছে কোরিয়ার বাইরের সবচেয়ে বড় কোরিয়ান কমিউনিটি। শহরের কোরিয়াটাউন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এলএএফসি’র হোম গ্রাউন্ড বিএমও স্টেডিয়াম। ফলে মাঠ ও মাঠের বাইরেও প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ পাচ্ছেন এশিয়ার অন্যতম সেরা ফুটবলার সন। 

অনেকে বলছেন, তিনি হতে পারেন ফুটবলে লস অ্যাঞ্জেলেস ডজার্সের জাপানি তারকা শোহেই ওহতানির সমতুল্য একজন ফিগার।

সনের বয়স এখন ৩৩। এমএলএসে খেলা লিওনেল মেসি (৩৫), লুইস সুয়ারেজ (৩৭), অলিভিয়ে জিরু (৩৭) বা হুগো লরিসের (৩৭) চেয়ে তুলনামূলক তরুণই বলা চলে তাকে। তাছাড়া সনের গতি, ফিনিশিং ও পজিশনাল বুদ্ধিমত্তা এলএএফসি’র গতিময় কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সনের আগমনে এলএএফসি দলে যুক্ত হচ্ছে পুরোনো টটেনহ্যাম সতীর্থ লরিসের সঙ্গে পুনর্মিলন। আর দলের বর্তমান তারকা ফরোয়ার্ড দেনিস বুয়াঙ্গার সঙ্গে মিলে সন গঠন করতে পারেন বিধ্বংসী আক্রমণত্রয়ী।

তবে নতুন কোচের অধীনে শীতকালীন মৌসুমে এলএএফসি তাদের খেলার ধরণেও পরিবর্তন আনতে পারে, কারণ বর্তমান কোচ স্টিভ চেরান্ডোলো চার বছর পর বিদায় নিচ্ছেন জার্মানিতে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়