শিরোনাম
◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন? ◈ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা ◈ এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে ◈ ৪ বন্দর পেরিয়ে চট্টগ্রামে বাজল সংকেত, ব্রাজিল থেকে আসা কনটেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা! ◈ ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা! ◈ এক বছরে দিল্লি ও ঢাকার সম্পর্ক রাতারাতি বদলে গেল কীভা‌বে? ◈ জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নিউ জিল্যান্ড

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:২২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির হাজার কোটি টাকা সামলানোর দা‌য়িত্ব নি‌তে একশর বেশি আ‌বেদন

স্পোর্টস ডেস্ক : ‌ক্রিকেট বি‌শ্বে চতুর্থ ধনী বোর্ড হ‌চ্ছে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন ব্যাংকে বিসিবির একাউন্টে জমা আছে এক হাজার কোটি টাকারও বেশি। সেসব অর্থ দেখভাল ও লেনদেনের জন্য চিফ ফিনানশিয়াল অফিসার খুঁজছিল বোর্ড। সেই পদের জন্য একশরও বেশি আবেদন জমা পড়েছে। --- ক্রিকটাইম

দেশের সবচেয়ে সফল ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলে বোর্ডের আয়ের অঙ্ক থেকে হাজার কোটি টাকা আছে বিভিন্ন ব্যাংকে। তবে এসব বিষয় তদারকি বা সামলানোর জন্য নিবেদিত কেউ নেই বোর্ডের। এজন্যই খোঁজা হয়েছে চিফ ফিনানশিয়াল অফিসার বা সিএফও।

এদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদ যে আড়াইশ কোটি টাকা নতুন করে এফডিআর করেছিলেন তার মধ্যে ৫২ কোটি টাকার এফডিআর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে দৈনিক সমকালে। 

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশনায় দুটি ব্যাংকের কাছে পরীক্ষামূলকভাবে ২ কোটি টাকা করে ফেরত চাওয়া হয়েছিল, যার মধ্যে একটি ব্যাংক সেই নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। ঐ ব্যাংকে ৫২ কোটি টাকা এফডিআর করা রয়েছে। যদিও ব্যাংকটি সরকারের সবুজ তালিকায় রয়েছে।

ফারুক আহমেদ বেশি মুনাফার জন্য ঐ ব্যাংকে এফডিআর করেন বলে দাবি করা হয়েছে। তবে এবার তৈরি হয়েছে মুলধন হারানোরও শঙ্কা।

এসব বিষয় সুরাহার জন্য চিফ ফিনানশিয়াল অফিসার নিয়োগের কাজটি দ্রুতই সম্পন্ন করতে চায় বোর্ড। ৯ আগস্ট বিসিবির সভায় যে ১৪টি এজেন্ডা রয়েছে, তার একটি এই সিএফও নিয়োগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়