স্পোর্টস ডেস্ক : ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েই ব্যাট হাতে উড়ন্ত ফর্মে ব্যাটার শুবমান গিল। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে গড়েছেন একাধিক রেকর্ড। এবার তার সেই জার্সি বিক্রি হচ্ছে সাড়ে লাখ টাকায়।
এই সিরিজে ব্যাট হাতে ৭৫৪ রান করেছেন গিল। গিল সহ ইংল্যান্ড-ভারত দুই দলের ক্রিকেটারদের এই সিরিজের জার্সি নিলামে উঠে। নিলামটি হয়েছে ক্যান্সার চিকিৎসা নিয়ে কাজ করা 'রেড ফর রুথ' ফাউন্ডেশনের মাধ্যমে।
নিলামে সর্বোচ্চ দাম উঠেছে শুভমান গিলের জার্সির। বাংলাদেশি টাকায় যা সাড়ে ৭ লাখ টাকা। তার পরের স্থানটি ভাগাভাগি করেছেন রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ—দুজনের জার্সিই বিক্রি হয়েছে ৪.৯৪ লাখ রুপিতে।
তৃতীয় স্থানে থাকা কেএল রাহুলের জার্সি গেছে ৪.৭১ লাখ রুপিতে, আর ইংল্যান্ডের জো রুটের জার্সির দাম উঠেছে ৪.৪৭ লাখ রুপি।
সম্প্রতি লর্ডসে ‘রেড ফর রুথ ডে’ পালিত হয়। এটি বিশেষ তহবিল সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধির দিন, যেখানে খেলোয়াড়, আম্পায়ার ও দর্শকরা লাল পোশাক পরেন এবং পুরো স্টেডিয়াম লাল রঙে সাজানো হয়।
এই উদ্যোগটি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের প্রয়াত স্ত্রী রুথ স্ট্রসের স্মরণে আয়োজন করা হয়, যার লক্ষ্য বিরল ধরনের ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি ও আক্রান্ত পরিবারদের সহায়তা করা।