শিরোনাম
◈ জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস ‘বিশ্বের জঘন্যতম’—ড. আসিফ নজরুল ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস : যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি ◈ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য: ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দেন শেখ হাসিনা, জবানবন্দিতে ইমরান ◈ অন্তর্দৃষ্টি না থাকলে উন্নয়ন দেখা যাবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ◈ চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের নিথর দেহ উদ্ধার, হৃদ্‌রোগে মৃত্যুর আশঙ্কা ◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ বাংলাদেশিদের ভিসা বন্ধে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ৫০০০ কোটি রুপি ◈ আয়কর, ভ্যাট, শুল্ক আদায়ে ব্যর্থতা ও ব্যাংক খাতের স্থবিরতা নিয়ে টিআইবির উদ্বেগ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৯:৪০ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

শুবমান গিল‌কে উপহার দেয়ার অপেক্ষায় ছিলেন সু‌নীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক :  চলমান ইংল্যান্ড সিরিজে ভারতের হয়ে ৭৫৪ রান করেছেন অধিনায়ক শুবমান গিল। আর মাত্র ২১ রান হলেই ভেঙে দিতেন সুনীল গাভাস্কারের ১৯৭১ সালে করা ৭৭৪ রানের রেকর্ড। যা এতো বছরেও রয়ে গেলো অক্ষুণ্ণ, সবচেয়ে কাছে এসেও রেকর্ডটা নিজের করতে পারলেন না গিল।

গিলের জন্য গাভাস্কার সব কিছু প্রস্তুত করেই রেখেছিলেন। অর্থাৎ নিজের রেকর্ড ভাঙলে বিশেষে উপহার সহ গিলকে জানাবেন আনন্দিত হওয়ার কথা।

তবে শেষ পর্যন্ত ৪ সেঞ্চুরিতে ৭৫৪ রানেই থামলেন গিল। কিন্তু অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়াতেই তাকে নিয়ে আলোচনাটা বেশি হচ্ছে। নেতৃত্বের চাপ সামলে রেকর্ডে একক আধিপত্য না করতে পারলেও যা করেছেন তাতে প্রশংসা ঝরছে গাভাস্কারের কণ্ঠেও।

তিনি যেমনটা বলছিলেন, 'সে আমার রেকর্ড ছাড়িয়ে যাবে সেই প্রত্যাশায় ছিলাম, তার জন্য উপহারও রেখেছিলাম। সবই সৃষ্টিকর্তার হাতে। তবে, ৭৫৪ রান, এটাও অসাধারণ। পার্থক্য হচ্ছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব নিয়ে ৭৫৪ রান করেছে সে।

অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করাতেই গিলকে বেশি প্রশংসিত করছেন ভারতীয় কিংবদন্তী। খেলার ফাঁকে মাথে গিলের সাথে দেখা করে আলাপও করেছেন দুজনে। নিজের ৭৭৪ রানের সাথে গিলের ৭৫৪ রানের পার্থক্যও তুলে ধরেন।

সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেন, 'আমি তখন ছিলাম দলের তরুণ একজন, আমার ক্ষেত্রে তখন যেকোনো কিছু (রান করতে পারা না পারা) বড় কোনো বিষয় ছিল না। যদি আমি ব্যর্থও হতাম, কেউ এসে উচ্চস্বরে কিছু বলত না। অধিনায়ক হিসেবে ৭৫৪ রান করা বিশাল ব্যাপার।

৭৫০ এর চেয়ে বেশি রান, যা দিয়ে সে তার দলের ভাগ্যে পার্থক্য তৈরি করছে। (রেকর্ড থেকে কম করা) ওই ২০ রানের কথা না ভেবে, স্রেফ দেখুন এই ৭৫৪ রান ভারতীয় ক্রিকেটের জন্য কী অবদান রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়