শিরোনাম
◈ হাজারো শহীদের আত্মত্যাগ রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে: প্রধান উপদেষ্টা ◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ◈ জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস ‘বিশ্বের জঘন্যতম’—ড. আসিফ নজরুল ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস : যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি ◈ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য: ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দেন শেখ হাসিনা, জবানবন্দিতে ইমরান ◈ অন্তর্দৃষ্টি না থাকলে উন্নয়ন দেখা যাবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ◈ চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের নিথর দেহ উদ্ধার, হৃদ্‌রোগে মৃত্যুর আশঙ্কা ◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসায়’ কঠিন শর্ত মিশরের 

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসানীতি কঠোর করেছে মিশর। বিশেষ করে ‘অন অ্যারাইভাল ভিসা’ প্রাপ্তির ক্ষেত্রে কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি।  

সোমবার (৪ আগস্ট) ঢাকাস্থ মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এতে বলা হয়, শুধুমাত্র তারাই ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন, যাদের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন অঞ্চল, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান বা নিউজিল্যান্ডের যে কোনো একটি দেশের ছয় মাসের অধিক মেয়াদবিশিষ্ট বৈধ ও পূর্বে ব্যবহৃত ভিসা রয়েছে। এই শ্রেণির যাত্রীরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ২৫ মার্কিন ডলারের বিনিময়ে ভিসা গ্রহণ করতে পারবেন।

তবে এই সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদেরকে ফেরত টিকিট এবং অন্তত ৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ২৫ হাজার টাকা) সমপরিমাণ ব্যাংক-ব্যালেন্সের প্রমাণ ইমিগ্রেশন কাউন্টারে উপস্থাপন করতে হবে।

দূতাবাস সব ভ্রমণেচ্ছু বাংলাদেশি নাগরিককে পরামর্শ দিয়েছে—যাত্রার পূর্বে ভিসাসংক্রান্ত সব শর্ত ও নির্দেশনা সতর্কভাবে পর্যালোচনা করতে, যাতে ভ্রমণের সময় যে কোনো বিভ্রান্তি বা জটিলতা এড়ানো যায়।

এ ছাড়া গালফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই সুবিধার আওতায় পড়বেন। তবে তাদের অবশ্যই ছয় মাসের বেশি মেয়াদবিশিষ্ট রেসিডেন্ট পারমিটে দক্ষ পেশায় কর্মরত থাকতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়