শিরোনাম
◈ হাজারো শহীদের আত্মত্যাগ রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে: প্রধান উপদেষ্টা ◈ ঐতিহাসিক '‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা ◈ জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ শেখ হাসিনার নির্বাচনী ইতিহাস ‘বিশ্বের জঘন্যতম’—ড. আসিফ নজরুল ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস : যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি ◈ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য: ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ অর্ডার দেন শেখ হাসিনা, জবানবন্দিতে ইমরান ◈ অন্তর্দৃষ্টি না থাকলে উন্নয়ন দেখা যাবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ◈ চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের নিথর দেহ উদ্ধার, হৃদ্‌রোগে মৃত্যুর আশঙ্কা ◈ ইনু, মেনন ও পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস, কী ছিল সেই পোস্ট? 

আমেরিকায় শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ও শেহজাদ খান বীরের একগুচ্ছ ছবি রবিবার বিকেলে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ভাইরাল হয়েছে। ‘সম্পর্কের ইতি টানার পর’ থেকে শাকিব-বুবলীকে এমনভাবে একসঙ্গে কখনও দেখা যায়নি।

পূর্বের অভিজ্ঞতা থেকে নেটিজেনরা অপেক্ষায় ছিলেন, শাকিব-বুবলীকে একসঙ্গে দেখে আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কেমন দেখার জন্য!

রবিবার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে একটি বইয়ের মোড়ক উন্মোচনে এসেছিলেন অপু বিশ্বাস। তখন তিনি সাদা শাড়ি পরেছিলেন। বেশ হাসিখুশি ভরা মুখে দেখা যায় তাকে। ওই আয়োজনে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীকে একসঙ্গে ছবি প্রসঙ্গে অপু বিশ্বাসকে কিছু বলতে অনুরোধ করা হয়।

তখন অপু বিশ্বাস বলেন, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট। যাদের কথা জিজ্ঞেস করছেন তারাও প্রফেশনাল আর্টিস্ট। তাই আর্টিস্ট হয়ে অন্য আর্টিস্টদের নিয়ে কিছু বলতে পারবো না। এটা নিয়ে বলা আমার ঠিক হবে না। আমি সবাইকেই সম্মান করি।

অপু বিশ্বাস আরও বলেন, গত ১৫ জুন আমার পেইজে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সবাই নিশ্চয়ই আমার পেইজটা সম্পর্কে জানেন। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটি পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নের ক্লিয়ার উত্তর পেয়ে যাবেন।

দীর্ঘদিন ধরে শাকিব খানকে জড়িয়ে তার ‘দুই সাবেক স্ত্রী’ অপু-বুবলী সোশ্যাল মিডিয়াতে একে অন্যকে ইঙ্গিত দিয়ে পোস্ট করে থাকেন। এই কাদা ছোঁড়াছুঁড়ির ইতি টেনে গত ১৫ জুন অপু বিশ্বাস তার পেইজে একটি পোস্ট দিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রবিবার সেই পোস্টের কথাই বলেন অপু।

কী ছিল অপু বিশ্বাসের সেই পোস্ট? 

প্রিয় ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি—তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই—হাজারো কাজ, পরিকল্পনা, এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি—এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।

আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই—আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন—আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না। আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতে রাজিও নই। ভালোবাসা অম্লান থাকুক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়