শিরোনাম
◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায় ◈ কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১ 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:৩৬ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট মাস আগে আমার পরিচয় হয়, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক লুকাইনি: মেঘনা আলম (ভিডিও)

আট মাস আগে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দয়াইলানের সঙ্গে নিজের পরিচয় হয় বলে জানিয়ে আলোচিত মডেল অভিনেত্রী মেঘনা আলম বললেন, উনার (সৌদি রাষ্ট্রদূত) সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি লুকোচুরি করছি; বিষয়টা এমন নয়। উনাকে নিয়ে আমার প্রচুর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছিল। আমাদের দুজনের বন্ধু মহলও বিষয়টি জানতো। যেহেতু তিনি ফেমাস কেউ নন। তাকে কেউ তেমনভাবে চিনতো না, কেউ কিছু বলতোও না। 

গতকাল (২ আগস্ট) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন যখন বিষয়টি নিয়ে অনেক নিউজ হয়েছে তখন তাকে চিনেছে। আগে কিন্তু সে সাধারণ লোকজনের মতোই ছিল; আমি যে লুকোচুরি করেছি তেমন কিছু কিন্তু নয়। এমনকি সেও যে বিষয়টি লুকিয়ে রেখেছিল; এটা তেমনও নয়। এটা খোলাখুলিই ছিল। 

তাদের সম্পর্কের শুরুর দিক নিয়ে মেঘনা আলম বলেন, আমাদের সম্পর্কের শুরুটা ওরই একজন বন্ধু আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে হয়। সেটা কিন্তু কোনো রোম্যান্টিক পরিচয় ছিল না। আমি যেহেতু নারী অধিকার নিয়ে কাজ করি; এমনকি ভৌগলিক আবহাওয়া নিয়েও আমাকে কাজ করতে হয়। সৌদি আরবে নতুন একটা শহর ডেভেলপ হচ্ছে। আমি যেমন বাংলাদেশের ভালো এবং উন্নয়নমূলক প্রচারণা করতে চাই তেমনই সৌদিও চায় যে- মানুষ ওদের রক্ষণশীল দেশ মনে না করে তাদের আরও আধুনিক দেশ হিসেবে বিবেচনা করুক। তখন আমার কাছে বিষয়টি নিয়ে আলাপ করা হয়। মূলত তখনই বিষয়গুলো নিয়ে উনার সঙ্গে আমার পরিচয় হয়। 

তিনি আরও বলেন, সৌদি আরবে এক অনুষ্ঠানে আমার সঙ্গে তার প্রথম দেখা হয়। তখন উনার দিক থেকে আমাকে পছন্দ করা হয়। যদিও আমি বিষয়টি জানতাম না। আমি এটা এক্সপ্লেইন করতে পারবো না। আমি উনার সঙ্গে জীবনে প্রথমবার মিট করেছি। তখন আমাদের মধ্যে কেবল হায়-হেলো হয়। সেই মুহূর্তে আমি জানতাম না যে এই মানুষটা আমার জীবনের সঙ্গে মিশে যাবে। 

তিনি দাবি করেন, সেই প্রোগ্রাম শেষে আমি চলে যাই। এর সপ্তাহ-খানেক পর তিনি আমার মোবাইল নাম্বার আর ঠিকানা খুঁজে বের করে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তখন অপরিচিত নাম্বার দেখে আমি রিসিব করি না। এমনকি আমি উনাকে একবার মেসেজও করি যে আপনার বিজনেস কার্ড দেন। এরপর তিনি আমার এবং তার পরিচিতজনদের বারংবার রিকোয়েস্ট করেন যে মেঘনা আলমকে বলো- সে যেন আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর এক সময় তিনি আমার সঙ্গে শুধু একটা কফি ডেটের জন্য আবদার করেন। এরপর আমার দিক থেকে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে একটা বিশ্বাস স্থাপন হয়। 

কফি ডেটের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, এরপর সেই কফি ডেটে তিনি আমার আঙুলে একটা হীরার আংটি পরিয়ে দেন। তখন তিনি বলেন- আমি তোমাকে রেস্পেক্ট করি, তোমাকে বিশ্বাস করি এবং চিরদিনের জন্য তোমার দায়িত্ব নিতে চাই। যদিও তখন আমি নিজেই উনার সেই আংটি ফেরত দিই। এ ঘটনার অনেক দিন পর সে আমাকে অনেকের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করে যে- আমি যেন তার সঙ্গে শেষ দেখাটা করি। এভাবেই আমরা এগিয়ে যাই। উৎস: প্রথম আলো ও নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়