স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে শুরুটা ভালো করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। তবে বেশ কষ্ট করেই জিততে হয়েছে জুনিয়র টাইগারদের। -- ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করতে নেমে ১২৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াররা। জবাবে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সামিউন বশিরের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ উইকেটে জিতেছে জুনিয়র টাইগাররা।
হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেছেন আরমান মানাক। এছাড়াও পল জেমসের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ২৬ রান। ডেনিয়েল বোসম্যান করেছেন ৩৫ বলে ২৪ রান।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন আল ফাহাদ। দুটি করে উইকেট নিয়েছেন সামিউন বশির ও স্বাধীন ইসলাম।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন জাওয়াদ আবরার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৯ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০ রান করে ফেরেন আবরার। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৯ রানের মাথায় ৬ উইকেট হারায় জুনিয়র টাইগাররা।
আজিজুল হাকিম-রিজান হাসানরা তেমন কিছু্ করতে পারেননি। তবে দলের হাল ধরেন বশির। দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাঁহাতি এ ব্যাটার। শেষ পর্যন্ত ৩৯ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন বশির।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন জেজে ব্যাসন।