শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে?

আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভার পরপরই এশিয়া কাপ আয়োজন নিয়ে সংকট কেটে যায়।এবার এশিয়া কাপের পূর্ণাঙ্গ সুচি প্রকাশ করেছে আয়োজকরা।

এশিয়া কাপ মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে যেখানে টাইগারদের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়া কাপ যাত্রা শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

টুর্নামেন্টের সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে, ভারত ও পাকিস্তান একই গ্রুপে অবস্থান করছে এবং তাদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে এদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

এশিয়া কাপের আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা এবং বিতর্ক চলছিল। ২৪ জুলাই (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত এসিসির বৈঠকে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। গুঞ্জন উঠেছিল যে, ভারতসহ বেশ কিছু দেশ বৈঠকে অংশ নেবে না। তবে শেষ পর্যন্ত ভারত অনলাইনে যোগ দিয়ে বৈঠকে অংশ নেয় এবং এসিসির বৈঠকের পর এশিয়া কাপের আয়োজন নিয়ে সব শঙ্কা কেটে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়