শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বি‌শ্বের দুই পরাশ‌ক্তি ভারত ও পা‌কিস্তান‌কে নিয়ে ভাব‌তে গে‌লে অবাকই লা‌গে, রাজ‌নৈ‌তিক বৈ‌রিতা নি‌য়ে মত‌বি‌রোধ লে‌গেই আ‌ছে দুই দ‌লের ম‌ধ্যে, এই অবস্থায় বৈশ্বিক কোনো টুর্নামেন্টে একই গ্রুপে ভারত ও পাকিস্তানের থাকা যেনো অলিখিত নিয়মে পরিণত হয়েছে। 

এবারের এশিয়া কাপে পরিস্থিতির কারণে সেটা না হওয়ার সম্ভাবণা অনেক। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, আলাদা আলাদা গ্রুপে নয়, বরাবরের মতো একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান। যার ফলে এবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে অন্তত দু’বার, এমনকি তিনবারও গড়াতে পারে মাঠে। 

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু পাকিস্তানের সাথে শীতল সম্পর্কের কারণে সেটা না হওয়ার সম্ভাবণা বেশি। শোনা যাচ্ছে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের এশিয়া কাপ।

এসিসির এক সূত্র পিটিআইকে বলেছেন, ‘বিসিসিআই এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করবে। ভারতের সবগুলো ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হবে বলে মনে হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি।

গতকাল ঢাকায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক। যেখানে বিসিসিআইয়ের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সেখানে এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজনের বিষয়ে সম্মত হয়ে সবাই।

তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘আমাদের ভাইস প্রেসিডেন্ট এসিসি মিটিংয়ে অংশ নিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে সদস্যদের ব্রিফ করবেন। আমি জল্পনা-কল্পনায় বিশ্বাস করি না, তাই অফিসিয়াল কিছু শিগগিরই জানানো হবে।

চলতি বছর এশিয়া কাপের ফরম্যাট হবে টি-টোয়েন্টি। ধারনা করা হচ্ছে ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে। এর ফলে গ্রুপ পর্বে একবার, সুপার সিক্সে আবার এবং যদি দুই দলই ফাইনালে ওঠে তাহলে তৃতীয়বার মুখোমুখি হতে পারে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়