শিরোনাম
◈ হাতিয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি, সারাদেশের সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ ◈ উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ ◈ বাংলাদেশের কাছে সিরিজ হা‌রের কার‌ণে ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে তারকা পেসারদের দলে ফেরালো পাকিস্তান ◈  শেরপুর সীমান্ত পথে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ! ◈ চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় দগ্ধ  শিক্ষার্থী চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া ◈ ‎বর্ষা মৌসুমেও পাট পচাঁনোর মতো নেই পর্যাপ্ত পানি, দুশ্চিন্তায় কৃষকরা ◈ বাংলাদেশ সুযোগ দেয়ায় শেষ ম‌্যা‌চে পাকিস্তান জি‌তে‌ছে, কামরান আকম‌লের বিস্ফোরক মন্তব্য  ◈ প্রাচীন হিন্দু মন্দির নিয়ে বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়ার রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: হার মানলো অগ্নিদগ্ধ ১৩ বছরের শিক্ষার্থী মাকিন, নিহত বেড়ে ৩৩ ◈ এশিয়া কাপে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে!

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব টেস্ট চ‌্যা‌ম্পিয়নশী‌পে ওভার রেট নিয়মে পরিবর্তন চান বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যান্ড‌কে মন্থর ওভার রেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বেশ ভুগতে হয়েছিল। এবারের চক্রেও মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেছে তাদের। এবার ওভার রেট নিয়ে বিদ্যমান নিয়মে অঞ্চলভেদে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন বেন স্টোকস। 

ইংলিশ অধিনায়কের মতে, পেস-নির্ভর কন্ডিশনের সঙ্গে স্পিন-নির্ভর কন্ডিশনের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়।

গত সপ্তাহে লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা যায় ইংল্যান্ডের। এছাড়াও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় পুরো দলের। শাস্তি মেনে নেওয়ার পর এবার নিয়ম পাল্টানোর দাবি তুলেছেন স্টোকস।

মঙ্গলবার সাংবাদিকদের ইংলিশ অধিনায়ক বলেন, “এশিয়ায় যেখানে ৭০ শতাংশ ওভার স্পিনাররা করে, সেখানে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৭০-৮০ শতাংশ ওভার পেসাররা করে। সে হিসেবে দুই জায়গায় একই নিয়ম হতে পারে না। পেসারদের চেয়ে স্পিনারদের ওভার দ্রুত শেষ হয়। একটু কমন সেন্স থাকলে এটা বোঝা যায় যে, মহাদেশভেদে ওভার রেটের সময় নির্ধারণ করা যেতে পারে।

গত বছরও ওভার রেট নিয়ে নিজের অসন্তোষ জানিয়েছিলেন স্টোকস। তখনও আইসিসিকে এ নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে চক্রে মন্থর ওভার রেটের কারণে মোট ২২ পয়েন্ট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা হারায় ইংল্যান্ড।

ওভার রেট নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। কিন্তু তার মানে এই না যে, আমি ইচ্ছা করে সময় নষ্ট করি। এটা নিয়ে হতাশার কারণটা আমি বুঝি। কিন্তু আমি সত্যিই মনে করি, নতুন করে খতিয়ে দেখা উচিত কীভাবে এটি কাজ করে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়