শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মাইক হেসনকে ‘থার্ডক্লাস কোচ’ বললেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহ‌মেদ

স্পোর্টস ডেস্ক : কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে।’ সিরিজ হারের পর পাকিস্তানের সমালোচনায় এমন মন্তব্য করেছেন রমিজ রাজা। চলমান সিরিজ ধারাভাষ্য দিতে থাকা রমিজের মতো পাকিস্তানের ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রধান কোচ মাইক হেসনও ছাড় পেলেন না সমালোচনা থেকে। তানভীর আহমেদের চোখে হেসন একজন ‘থার্ডক্লাস’ কোচ।

সবশেষ পাকিস্তান সফরে ব্যাটে-বলে লড়াই করতে পারেনি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ লিটন দাসরা স্বাভাবিকভাবেই পাকিস্তান থেকে ফিরেছে হোয়াইটওয়াশ হয়ে। তবে দেশের মাটিতে সেটার প্রতিশোধ ভালোভাবেই নিচ্ছেন ক্রিকেটাররা। কদিন আগেই শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। লঙ্কান সিরিজের মতো পাকিস্তানের বিপক্ষেও ব্যাটে-বলে পারফর্ম করছেন পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

 প্রথম টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ, মুস্তাফিজদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। মাত্র ১১০ রানে গুটিয়ে যাওয়ার পর তাওহীদ হৃদয় ও ইমনের ব্যাটিংয়ে ৭ উইকেটে হারে তারা। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জাকেরের হাফ সেঞ্চুরি ও শেখ মেহেদীর ক্যামিও ইনিংসের পরও বাংলাদেশকে ১৩৩ রানে আটকে দেয় পাকিস্তান। যদিও সেই লক্ষ্যও তাড়া করতে পারেননি সালমান আলী আঘারা।

শরিফুল ও তানজিম হাসান সাকিবের আগুনে বোলিংয়ের বিপক্ষে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলের রান পঞ্চাশ হওয়ার আগে ৭ উইকেট হারালেও ফাহিম আশরাফ পাকিস্তানকে জয়ের আশা দেখান। যদিও শেষ পর্যন্ত ৮ রানে হারতে হয়েছে তাদের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। একাধিক ম্যাচের সিরিজে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন লিটনরা।

পাকিস্তানের এমন হারের পর হেসনকে কাঠগড়ায় তুলেছেন তানভীর। পাকিস্তানের হয়ে ৫ টেস্ট, ২ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা সাবেক ডানহাতি পেসার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘মাইক হেসন একজন থার্ডক্লাস কোচ—যিনি জানে না কিভাবে ভালো একাদশ নির্বাচন করতে হয়।

২০২৪ সালের সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। মিরপুরে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এমন কিছুর সম্ভাবনা রয়েছে। ২৪ জুলাই তৃতীয় ম্যাচে পাকিস্তান যদি জিততে না পারে তাহলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হবেন সফরকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়