শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চতুর্থ টেস্ট--  টস জিত‌লো ইংল‌্যান্ড ব‌্যা‌টিং‌য়ে ভারত, অভিষেক অংশুলের 

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আবহাওয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ইংল্যান্ড টেস্ট শুরুর দু’‌দিন আগেই জানিয়ে দিয়েছিল প্রথম একাদশ। চোটের জন্য ছিটকে গিয়েছেন শোয়েব বশির। সেই জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। বাকি দল অপরিবর্তিত। 

তবে ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার। প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।

উইকেটের কথা ভেবে ম্যাঞ্চেস্টারে চার পেসারে গেল ভারত। দুই স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। 

এদিকে অধিনায়ক শুভমন গিল টানা চারটি টেস্টেই টস হারলেন। সিরিজে ভারত পিছিয়ে ১–২ ব্যবধানে। টস জেতায় একটা বাড়তি সুযোগ কিন্তু পেয়ে গেল ইংল্যান্ড। সবটাই নির্ভর করছে ভারতীয় ব্যাটাররা কেমন ব্যাট করে তার উপর। তবে স্বস্তির জায়গা খেলছেন জসপ্রীত বুমরা। 

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুরু হয়ে গেল টেস্ট। 

আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে গোটা দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার।

আকুওয়েদারের রিপোর্ট বলছে, বুধবার ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। আর সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণও নাকি ততই বাড়বে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৬৫ শতাংশ। সারা দিনে ১.‌২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে।

ভারতের প্রথম একাদশে রয়েছেন:‌ যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়