স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এক ম্যাচ পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দর্শকদের খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ আবার নিষিদ্ধ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি। ফলে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।
নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে।”
স্টেডিয়ামে খেলা দেখতে আসা খাবার ও পানির দাম ও মান নিয়ে দর্শকদের অভিযোগ দীর্ঘদিনের।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে একই সময়ে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।