শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০১:২৩ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : ক`‌দিন আ‌গে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা, এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নামতে যাচ্ছে তারা। লিটন দাসদের সামনে সুযোগ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার। রোববার থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান। 

২২টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি, বাকি ১৯টিতেই হেরেছে তারা।
তবে এবার স্বাগতিকদের  জন্য ভালো খবর হলো, এই তিনটি জয়ের দুটিই এসেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

প্রথমটি ছিল ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপের একটি ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় আসে ২০২৩ সালে হাংঝোতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল।

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ এই সিরিজ শুরু করবে। প্রকৃতপক্ষে, এই সিরিজ জয় ছিল চলতি বছর যেকোনো ফরম্যাটে লিটন দাসদের প্রথম সিরিজ জয়।

বাংলাদেশ সবশেষ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে নয় মাস আগে। 
২০২৪ সালের অক্টোবর মাসে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত জুনে নিজেদের মাঠে পাকিস্তান তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াটওয়াশ করেছিলো
২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজ, সবগুলো খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়