শিরোনাম
◈ জামায়াতের ৭ দফা বাস্তবায়নে ‘আরেকটি বিপ্লব’ এর আহ্বান সাদিক কায়েমের ◈ নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম ◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে! ◈ বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কনওয়ে ঝড়ে জিম্বাবুয়েকে ৮ উই‌কে‌টে হারা‌লো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : নিউ‌জিল‌্যান্ড দুর্দান্ত ফ‌র্মে  ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। শুক্রবার রা‌তে হারারেতে আয়োজিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে মিচেল স্যান্টনারের দল।

মাত্র ৩৭ বল হাতে রেখেই ১২২ রানের লক্ষ্য টপকে যায় কিউইরা। প্রায় এক দশক পর সংক্ষিপ্ত সংস্করণে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে।

আগের ছয় দেখার মতো এবারও জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। সপ্তমবারের মতো আজ জয় নিশ্চিত করে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেলেও বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে ৩৭ রান যোগ করেন ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে।

তবে পাওয়ার প্লের শেষ ওভারে বেনেট (২০ বলে ২১) ফিরে গেলে ছন্দ হারায় দলটি। এরপর আর কোনো জুটি ত্রিশ ছুঁতে পারেনি।

সবচেয়ে বেশি ৩৬ রান করেন মাধেভেরে (৩২ বলে)। অধিনায়ক সিকান্দার রাজা হতাশ করেন ১৮ বলে মাত্র ১২ রান করে। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হেনরি। ২৬ রানে ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন জিম্বাবুয়ের মিডল অর্ডার। এর মাধ্যমে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে তার উইকেট হলো ২০০টি।

রান তাড়ায় শুরুটা একটু ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে টিম সেইফার্ট বিদায় নেন মাত্র ৫ রান করে। তবে ইনিংসের প্রথম ওভারে জীবন পাওয়া ডেভন কনওয়ে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। ব্লেসিং মুজারাবানির ফেলা সহজ ক্যাচটা ফেলে দেন ফিল্ডার, যা পরিণত হয় জিম্বাবুয়ের জন্য ভয়াবহ ভুলে।

কনওয়ে পরে ৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হন তিনিই। তিন নম্বরে নেমে রবিন্দ্র ১৯ বলে করেন ৩০ রান, ড্যারিল মিচেল ২৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

টানা দুই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল নিউজিল্যান্ড। বিপরীতে, দুই ম্যাচেই হেরে ফাইনালের আশা ক্ষীণ হয়ে পড়েছে স্বাগতিক জিম্বাবুয়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়