স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৩০ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। -- ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার করেছেন ঝড়ো ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তরুণ এ ক্রিকেটার। ৬১ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এ ব্যাটার।
বাংলাদেশের হয়ে আরও দুই ব্যাটার পেয়েছেন ফিফটির দেখা। রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ দুজনেই করেছেন ৬৩ করে রান। এছাড়া শেষের দিকে ১৪ বলে অপরাজিত ১৮ রানের ক্যামিও খেলেছেন দেবাশীষ দেবা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ বুলবুলিয়া। এছাড়াও ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন পল জেমস।
বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলাম।