শিরোনাম
◈ ভিসায় তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা ◈ পাকিস্তান সিরিজের জন্য মিরপুরে ১০ লাখ টাকার ‘বাঁশ’! ◈ লাইভে ক্ষমা চাওয়ার দু’দিন পর ‍নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু ◈ আকাশসীমা পুরোপুরি খুলে দিল ইরান ◈ ৬৫০ জন স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার, যে উদ্যোগ নিলেন! ◈ সাকিব ভা‌লো খেল‌লেও জেতা‌তে পা‌রেন‌নি মায়ামিকে ◈ ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ ◈ গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ ◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শচীনকন্যা সারার সঙ্গে চোখাচোখি ভারত অধিনায়কের! আবার শুরু প্রেমের জল্পনা

স্পোর্টস ডেস্ক : আবার আলোচনায় শুভমন গিল ও সারা টেন্ডুলকর। লন্ডনে যুবরাজ সিংহ আয়োজিত একটা নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দেখা হয় দু’জনের। তার পরেই শুরু জল্পনা। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। -- আনন্দবাজার

গত ৮ জুলাই নিজের সংস্থার জন্য অর্থ সংগ্রহ করতে লন্ডনে একটা নৈশভোজের আয়োজন করেছিলেন যুবরাজ। ভারতীয় দল ছাড়াও সেখানে হাজির ছিলেন শচীন টেন্ডুলকর, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, রবি শাস্ত্রীর মতো তারকা। শচীনের সঙ্গে তাঁর স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাও ছিলেন।

একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, চেয়ারে বসে রয়েছেন সারা। তাঁর সামনে দিয়ে যাচ্ছেন শুভমন। হঠাৎ হাসিমুখে আড়চোখে সারার দিকে তাকান তিনি। শচীন-কন্যা তখন তাঁর দিকে তাকান কি না তা বোঝা যায়নি। আর একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শুভমনের পিছন দিকে বসে সারা। তিনি শুভমনের দিকে তাকিয়ে।

তবে সবচেয়ে বেশি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে তা শুভমনকে নিয়ে সতীর্থদের মশকরার। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও শুভমন। কিছুটা দূরে শচীন ও অঞ্জলি। তাঁদের পিছনে সারা। শচীনকে মঞ্চে ডাকা হচ্ছে। তাঁদের দিকে আলো পড়েছে। তাতে সারাকেও দেখা যাচ্ছে। সে দিকে শুভমন তাকাতেই জাডেজা, রাহুলেরা হাসতে শুরু করেন। ভারত অধিনায়কের দিকে তাকিয়ে কিছু একটা বলেনও তাঁরা। তবে কী বলেন তা বোঝা যায়নি।

এই সব ভিডিয়ো ও ছবি প্রকাশ্যে আসতে আরও এক বার শুভমন ও সারাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই জল্পনা বেশ কয়েক বছর ধরে চলছে। প্রকাশ্যে তাঁরা কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। শুভমন এ-ও জানিয়েছেন যে, তিনি কোনও সম্পর্কে নেই। এখন ক্রিকেট ছাড়া অন্য কোনও দিকে তাঁর মন নেই। তার পরেও দু’জনকে নিয়ে জল্পনার শেষ নেই। তা আবার বাড়িয়ে দিল লন্ডনের অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়