শিরোনাম
◈ ভিসায় তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা ◈ পাকিস্তান সিরিজের জন্য মিরপুরে ১০ লাখ টাকার ‘বাঁশ’! ◈ লাইভে ক্ষমা চাওয়ার দু’দিন পর ‍নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু ◈ আকাশসীমা পুরোপুরি খুলে দিল ইরান ◈ ৬৫০ জন স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার, যে উদ্যোগ নিলেন! ◈ সাকিব ভা‌লো খেল‌লেও জেতা‌তে পা‌রেন‌নি মায়ামিকে ◈ ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ ◈ গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ ◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হা‌বিবুল বাশার সুমন‌ নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষেই সাদা পোশাকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার সরে দাঁড়ানোয় বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। 

তাদের সঙ্গে লাল বলে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাইজুল ইসলাম। হাবিবুল বাশার মনে করেন, তাদের তিনজনের যে কেউ অধিনায়ক হতে পারেন। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, যাকেই দায়িত্ব দেয়া হোক অন্তত দুই বছরের জন্য যেন দেয়া হয়। -- ক্রিক‌ফ্রেঞ্জি

শান্ত শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশের টেস্ট অধিনায়ক আর থাকতে চান না এমনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। টেস্টের মতো ওয়ানডেতেও লঙ্কা দ্বীপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার কথা ছিল না বাঁহাতি ব্যাটারের। তবে শ্রীলঙ্কা সফরের একদিন আগে আচমকা শান্তকে সরিয়ে মিরাজের কাঁধে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল টেস্ট থেকে নিজেই সরে দাঁড়াবেন শান্ত।

শেষ পর্যন্ত দুই টেস্টের সিরিজ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা তিনি। বাংলাদেশের পরবর্তী টেস্টের আগে অধিনায়ক নির্বাচনে বেশ কয়েক মাস সময় পাচ্ছে বিসিবি। তবে কে হচ্ছেন পরবর্তী টেস্ট অধিনায়ক, সেটা নিয়ে আলোচনা হচ্ছে এখন থেকেই। যতটুকু জানা গেছে, টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়েছেন মিরাজ ও লিটন। তারা দুজনই ভিন্ন দুইটি সংস্করণে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন।

তাদের দুজনের সঙ্গে যুক্ত হয়েছে তাইজুলের নামও। বাংলাদেশের টেস্ট দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করা বাঁহাতি স্পিনারও অধিনায়ক হতে আগ্রহী। এমন অবস্থায় তাদের তিনজন থেকে নতুন অধিনায়ক বেছে নিতে হবে বোর্ড। বাশর মনে করেন, অধিনায়কত্ব যেই পাক না সেটা খুব বেশি পার্থক্য হবে না। বরং যাকেই অধিনায়ক বানানো হোক না কেন সেটা যেন অন্তত ২ বছরের জন্য হয়।

এ প্রসঙ্গে বাশার বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমি যাকে অধিনায়কত্ব দিব তাকে অন্তত দুই বছরের জন্য দিব। সুতরাং যাকেই দিই সেটা একটু চিন্তা-ভাবনা করে দিব। অধিনায়কত্ব কিন্তু পরীক্ষার জায়গায় নয়। অধিনায়ক হওয়ার পর একটু লম্বা সময় পেলে সে দলটাকে নিয়ে পরিকল্পনা করতে পারবে। দলের সবারও জানা দরকার সে আমাদের অধিনায়ক। অল্প সময়ের জন্য যাকেই অধিনায়কত্ব দিই সেটা ভালো হবে না।

তিনি আরও বলেন, ‘অধিনায়ক হওয়ার দৌড়ে আমাদের বেশ কয়েকজনই আছে। মিরাজ একজন, লিটন একজন—তাইজুলও নিয়মিত টেস্ট খেলে। আমার মনে হয় যাকেই অধিনায়কত্ব দিই খুব বেশি পার্থক্য হবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাকেই অধিনায়কত্ব দেই তাকে যেন লম্বা সময়ের জন্য দেয়া হয়। চিন্তা-ভাবনাটা যেন এমন থাকে। এমন না যে কাউকে আনলাম, তারপর দেখলাম—ভালো না করলে আবার পরিবর্তন করে দিলাম। আমরা যেন এভাবে না ভাবি।’

কদিন আগে শ্রীলঙ্কা সফরে টেস্টে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। শান্ত, মুশফিক, লিটনদের ব্যাটিংয়ের পাশাপাশি তাইজুল, নাঈম হাসানদের বোলিংয়ে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত গল টেস্ট ড্র হয়েছে। পরবর্তীতে কলম্বো টেস্টে লঙ্কানদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ওই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় সফরকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়