শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গ্লোবাল সুপার লি‌গে রংপুর রাইডা‌র্সের ব‌্যা‌টিং ব‌্যর্থতার পর খেলা বৃ‌ষ্টি‌তে প‌রিত‌্যক্ত

স্পোর্টস ডেস্ক : হ্যাাটট্রিক জয়ে রংপুর রাইডার্সের ফাইনালটা আগেই নিশ্চিত ছিল। নিউজিল্যান্ডের প্রতিনিধি সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ছিল কেবল আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। 

বাংলাদেশের প্রতিনিধিদের ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। ফলে দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ইনিংসের প্রথম ওভারেই আঙ্গুশকে উড়িয়ে মারার চেষ্টায় নিজের উইকেট দিয়ে গেছেন সৌম্য সরকার। বাঁহাতি ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও ফিরেছেন দ্রুতই।

জেইডেন লেনক্সের বলে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে শর্ট ফাইন লেগ ক্যাচ দিয়েছেন ১২ বলে ৫ রান করা এই ব্যাটার। তাদের দুজনকে হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান। ৪.৪ ওভারের সময় বৃষ্টি হানা দিলে ম্যাচের প্রতি ইনিংসের দৈর্ঘ্য ১৪ ওভারে নামিয়ে আনা হয়। বৃষ্টি শেষে খেলা শুরু হলে দ্রুত রান তোলার চেষ্টা করেন মাহিদুল ও সাইফ।

কয়েকটি বাউন্ডারি মারলেও সেটা করতে গিয়ে আউট হয়েছেন দুজনই। ব্লেইর টিকনারের ফুলার লেংথ ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টায় ২০ বলে ২৫ রান করে বোল্ড হয়েছেন মাহিদুল। পরের ওভারে ফিরেছেন সাইফও। আঙ্গুশের বলে ২৫ রান করে আউট হয়েছেন তিনি। একটু পর আউট হয়েছেন নুরুল হাসান সোহানও।

টিকনারের শর্ট ডেলিভারিতে পয়েন্টের উপর দিয়ে খেলতে গিয়ে ৫ রানে আউট হয়েছেন। দারুণ ছন্দে থাকা ইফতিখার আহমেদও সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ৩ রানে। শেষের দিকে সুযোগ কাজে লাগাতে পারেননি ইয়াসির আলী রাব্বিরা। ফলে মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় রংপুর। সেন্ট্রালের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আঙ্গুশ, টিকনার ও লেনক্স।

নিজেদের প্রথম ম্যাচেই গায়ানা অ্যামাজনকে হারায় রংপুর। পরের ম্যাচে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরা জয় পেয়েছে মাত্র ১ রানে। তৃতীয় ম্যাচে দুবাই ক্যাপিটালসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে রংপুর। বাংলাদেশ সময় ১৯ জুলাই ভোর ৫ টায় স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে খেলতে নামবেন সোহানরা।

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর রাইডার্স— ‍৭৯/১০ (১৩.৫ ওভার) (সৌম্য ০, ইব্রাহিম ৫, সাইফ ২৫, অঙ্কন ২৫; লেনক্স ৩/৬, আঙ্গুশ ৩/১৩, টিকনার ৩/১৭)

  • সর্বশেষ
  • জনপ্রিয়