শিরোনাম
◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে রিশাদ হো‌সেন, লিটন ও ইম‌নের উন্ন‌তি

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন রিশাদ হোসেন। যার পুরস্কার পেলেন টাইগার এ লেগি। 

আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন রিশাদ। এছাড়াও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। -- ডেই‌লি ক্রিকেট

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন রিশাদ। প্রথম টি-টোয়েন্টিতে টাইগার লেগি নিয়েছিলেন ১ উইকেট। তাতেই র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ লাফ দিয়েছেন রিশাদ। বর্তমানে ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছেন তিনি। এটি রিশাদের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না শরীফুল। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেছিলেন টাইগার এ পেসার। মাত্র ১২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। তাতেই ২০ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠে এসেছেন শরীফুল। তবে তাসকিন আহমেদ ও শেখ মাহেদী হাসানের অবনতি হয়েছে। যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে আছেন তারা। মুস্তাফিজুর রহমান আছেন আগের মতোই ২৬ নম্বরে।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ উন্নতি হয়েছে লিটনের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়েছেন উইকেট কিপার এ ব্যাটার। বর্তমানে ৪৪ নম্বরে অবস্থান করছেন টাইগার এ অধিনায়ক। ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে ইমন। তাওহিদ হৃদয় ১ ধাপ এগিয়ে ৪১তম, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনি সবচেয়ে ওপরে।

ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ট্রাভিস হেড। দুই ও তিনে ভারতের অভিষেক শর্মা ও তিলক ভার্মা। বোলিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। দুই ও তিনে ইংল্যান্ডের আদিল রশিদ ও বরুণ চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়